Advertisment

ল্যান্ড করার সময় হাওয়ার দাপটে একদিকে হেলে গেল বিমান, অল্পের জন্য রক্ষা! দেখুন ভিডিও

শুধুমাত্র পাইলটের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পায় বিমানটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ল্যান্ড করার সময় হাওয়ার দাপটে দুলে উঠে একদিকে হেলে গেল আস্ত বিমান, অল্পের জন্য রক্ষা!

ল্যান্ড করার সময় বিপত্তি ! অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। ঝড়ের দাপটে কোন মতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা বইতে শুরু করেছে সকলের। লন্ডনের বিমানবন্দরের এমন ভিডিও সামনে আসতেই তা তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

Advertisment

জানা গিয়েছে প্রবল ঝড়ের মধ্যে বিমানটি রানওয়েতে নামার সময় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে। পাইলটের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বাঁচেন কয়েক’শো বিমান যাত্রী। এই ভিডিও ভাইরাল হতেই পাইলটের দক্ষতার তারিফ করেছেন নেটিজেনরা। হিথরো বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার দাপটে বিমানটি প্রায় একদিকে হেলেই গিয়েছিল ৷ আর একটু হলেই বিমানটি ক্র্যাশ হতে পারত ৷ শুধুমাত্র পাইলটের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পায় বিমানটি।ঘটনাটি লন্ডনের হিথরো বিমান বন্দরের।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হিথরো বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার দাপটে বিমানটি প্রায় একদিকে হেলেই গিয়েছিল ৷ আর একটু হলেই বিমানটি ক্র্যাশ হতে পারত ৷ ল্যান্ড করার সময় বিমানের পিছনের অংশ প্রায় মাটি স্পর্শই করে ফেলেছিল ৷ কিন্তু তা সত্ত্বেও বিমানের পাইলট কোনওভাবে বিমানটি ল্যান্ড না করে ফের উড়িয়ে নিয়ে যেতে সফল ৷ আর কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলেই বিমানটি উল্টে যেত ৷ বিপদ বুঝে অবতরণের সময়েই পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি ফের মাঝ আকাশে উড়িয়ে নিয়ে যান।

সোমবার স্কটল্যান্ড থেকে লন্ডনে আসছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি A321 যাত্রীবাহী বিমান। রানওয়েতে ল্যান্ড করার ঠিক আগেই তীব্র বেগে উল্টো দিক থেকে হাওয়া ধেয়ে আসে। ফলে, চাকা রানওয়ে স্পর্শ করার আগেই বিমানটি প্রচণ্ডভাবে দুলে ওঠে। আচমকা বিমানের পিছনের অংশ এবং একটি ডানা মাটি ছুঁয়ে ফেলে। বিমানটি প্রায় উল্টে যাওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়। ব্রিটেনের ওপর দিয়ে বইছে ‘কোরি’ (Corrie) নামে এক সর্বনাশা ঝড়, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভিয় হয়েছে। সকলেই পাইলটের বুদ্ধিমত্তার তারিফ করেছেন।

British airways Corrie
Advertisment