Advertisment

Viral: বরফের স্তূপে আরামের ঘুম, এক ছবিই জিতে নিল লাখো মানুষের হৃদয়, ছিনিয়ে নিল সেরার সেরা সম্মান

সাদা বরফের স্তূপে ঘুমিয়ে রয়েছে একটি মেরু ভাল্লুক। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। পোলার বিয়ারের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। এর সেরা ছবির জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিনিয়ে নিলেন ব্রিটিশ এক ফটোগ্রাফার।

author-image
IE Bangla Web Desk
New Update
British photographer, stunning pic of polar bear sleeping on ice, polar bear sleeping on ice, stunning pic, polar bear, Stunning Sleepy Polar Bear Image , UK Photographer , UK Photographer Wins Prize for polar bear pic, viral pic, best pic, best photo, trending news, viral news,

বরফের স্তূপে আরামের ঘুম, এক ছবিই জিতে নিল লাখো মানুষের হৃদয়, ছিনিয়ে নিল সেরার সেরা সম্মান

সাদা বরফের স্তূপে ঘুমিয়ে রয়েছে একটি মেরু ভাল্লুক। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। পোলার বিয়ারের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। এর সেরা ছবির জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিনিয়ে নিলেন ব্রিটিশ এক ফটোগ্রাফার।

Advertisment

মেরু ভাল্লুকের এই ছবিটি জিতে নেয় ২০২৩ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড। জানা গিয়েছে ছবিটি তোলা হয়েছে নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জে। বছরের সেরা এই ছবিটি তুলেছেন ব্রিটিশ ফটোগ্রাফার নিমা সারিখানা। টানা তিন চেষ্টার পর সফল হয়েছে তিনি । তাঁর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনের তরফে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। ৯৫ টি দেশের প্রতিভাবান ফটোগ্রাফারদের কাছ থেকে ৪৫,৯৫৭ টি ছবির মধ্যে থেকে সেরার সেরা তকমা জিতে নেয় এই ছবিটি। জনসাধারণের কাছ থেকে ৭৫ হাজারের বেশি ভোট পেয়ে সেরার সেরা হিসাবে স্থান করে নেয় ব্রিটিশ ফটোগ্রাফারের তোলা এই ছবিটি। মানুষজন এই ছবিটি দেখে জানিয়েছেন, ছবিটি তাদের মন্ত্রমুগ্ধ করেছে৷

viral
Advertisment