New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_f4aefe.jpg)
এই আলাদা ডিজাইনের জলের বোতল দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
এই আলাদা ডিজাইনের জলের বোতল দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
এই আলাদা ডিজাইনের জলের বোতল দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
যুগ বদলেছে। সেই সঙ্গে বদলেছে মানুষের রুচি। আজকাল হাল ফ্যাশানের যুগে নানান জিনিসের নিত্য-নতুন ডিজাইন মানুষকে অবাক করে। বিক্রেতার বিক্রির লোভে ক্রেতাদের জন্য নিয়ে আসছেন আকর্ষণীয় নানান জিনিস। যাতে সহজেই ক্রেতারা সেগুলির প্রতি আকৃষ্ট হন। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছেলের স্কুলের জন্য এমন এক জলের বোতল কিনলেন মা যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে চলে আসে। এই আলাদা ডিজাইনের জলের বোতল দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
ইনস্টাগ্রামে পার্স-জলের বোতলের ঝলক শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে লেখা "এই বোতল বাচ্চারা কখনই ভুলবে না।" ভিডিওতে এক মহিলাকে বিশেষ পানীয় তৈরি করে সেই বোতলে ভতে দেখা যায়। যে পানীয় স্বাদ এবং স্বাস্থ্যে পরিপূর্ণ । এই পানীয়টিতে রয়েছে বরফের টুকরো, জুস, লেমনেড পাউডার, তরমুজ এবং আনারসের শরবত, লেবুর টুকরো। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'তার ছেলে আনন্দের সঙ্গে এই জলের বোতলটি তার কাছে রাখে সেই সঙ্গে সে এই বোতল খুব সহজেই স্কুলে নিয়ে যেতে পারে।
লাখ লাখ ভিউয়ের সঙ্গে অসাধারণ ডিজাইনের জলের বোতলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছ। লোকেরা এই ধরণের জলের বোতল নিয়ে নানান মন্তব্য করেছেন।