scorecardresearch

হাড়কাঁপানো ঠাণ্ডায় কর্তব্যে অবিচল, দেশনায়ককে সম্মান বিএসএফের, ট্যুইটারে শুভেচ্ছার বন্যা

ভিডিওটি ৭৭ হাজার বার দেখা হয়েছে এবং ২হাজারের বেশি লাইক পড়েছে৷

bsf,border security force,jawan,kashmir,snow,ocean
হাড়কাঁপানো ঠাণ্ডায় কর্তব্যে অবিচল, দেশনায়ককে সম্মান বিএসএফের, ট্যুইটারে শুভেচ্ছার বন্যা

সীমান্তে দিনরাত কঠোর পরিশ্রম করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে চলেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। প্রায়ই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে। দেশকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর।

প্রচণ্ড গরমে রোদে পুড়ে কর্তব্যে অবিচল থাকা থেকে শুরু করে তুষার ঢাকা পাহাড়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতেই তারা সদাপ্রস্তুত। সীমান্ত সুরক্ষিত রাখতে যে কোন কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে বিএসএফ সিদ্ধহস্ত । সম্প্রতি, বিএসএফ কাশ্মীরের তরফে একটি টুইটার হ্যান্ডেল এক সেনাআধিকারিকের ভিডিও শেয়ার করেছে। তীব্র তুষারপাত এবং কঠিন আবহাওয়ার মধ্যে কর্তব্যে অবিচল এক সেনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

এই ভিডিওটি শেয়ার করা হয়েছে মাত্র একদিন আগে। পোস্ট করার পর থেকে, ভিডিওটি ৭৭ হাজার বার দেখা হয়েছে এবং ২হাজারের বেশি লাইক পড়েছে৷ ক্লিপটিতে বেশ কয়েকজন মন্তব্যও করেছেন।

একজন ব্যক্তি লিখেছেন, “আপনার জন্য গর্বিত, জয় হিন্দ।” অন্য একজন পোস্ট করেছেন, “আমাদের রক্ষাকারীদের প্রতি রাজকীয় স্যালুট।” তৃতীয় একজন যোগ করেছেন, “গর্বিত যে আমাদের এমন কঠিন আবহাওয়ায় আমাদের সৈন্যরা আমাদের রক্ষা করছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ।” একজন চতুর্থ ব্যক্তি লিখেছেন, “ইনি একজন সত্যিকারের নায়ক।”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Bsf jawan patrols the border in heavy snow and winds netizens salute him