Viral: ৪৭ ডিগ্রিতেও কর্তব্যে অবিচল, গরম বালিতে সেঁকলেন পাঁপড়, রুদ্ধশ্বাস ভিডিও দেখে বাকরুদ্ধ মানুষ, জানালেন স্যালুট

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি সীমান্তে মোতায়েন সেনাদের স্যালুট জানাবেন। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমাদের দেশের সেনারা কোন কোন পরিস্থিতির মধ্যে থেকেই তাঁদের কর্তব্যে অবিচল থাকেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি সীমান্তে মোতায়েন সেনাদের স্যালুট জানাবেন। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমাদের দেশের সেনারা কোন কোন পরিস্থিতির মধ্যে থেকেই তাঁদের কর্তব্যে অবিচল থাকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bsf,bsf jawan,rajasthan,bikaner,viral video"

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি সীমান্তে মোতায়েন সেনাদের স্যালুট জানাবেন।

গরমের আসল প্রকোপ দেখা গেল রাজস্থানে, গরম বালিতে পাপড় সেঁকে দেখালেন বিএসএফ জওয়ান, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি সীমান্তে মোতায়েন সেনাদের স্যালুট জানাবেন। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমাদের দেশের সেনারা কোন কোন পরিস্থিতির মধ্যে থেকেই তাঁদের কর্তব্যে অবিচল থাকেন।

Advertisment

দিল্লি হোক, মুম্বই, রাজস্থান, হরিয়ানা সর্বত্রই তাপপ্রবাহের পরিস্থিতি। যত দিন যাচ্ছে তাপমাত্রা ততই বেড়ে যাচ্ছে। প্রতিবারই ভাঙছে অতীতের রেকর্ড। গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ এসির ঠাণ্ডা হাওয়ায় কিছুটা জিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে এই প্রবল গরমে সীমান্তে দাঁড়িয়ে দেশ মাতৃকা পাহারার প্রাণপাত করছেন সেনারা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন এবং আমাদের সেনাদের সাহসিকতায় অবাক হবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি রাজস্থানের মরুভূমির। ভিডিওতে দেখা যাচ্ছে, এক সেনার হাতে রয়েছে একটি পাঁপড় । সেই পাঁপড়টি বালির উপর রাখেন তিনি। এবং বালিতেই তিনি পাঁপড়টি সেঁকে নেন। যুবক যখন পাপড়টি বের করে, তখন তা সেঁকে যায়। এমন পরিস্থিতিতে যেখানে বালিতে গরমে পাঁপড় সেঁকে যাচ্ছে সেখানে আমাদের সেনারা দেশের সুরক্ষার জন্য মোতায়েন রয়েছে এবং আমাদের সুরক্ষিত রাখছেন।

Advertisment

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাঁর টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, 'রাজস্থানের মরুভূমিতে প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে এই সেনা জওয়ান কর্তব্যে অবিচল, ভিডিওটি দেখে আমি বাকরুদ্ধ'।

viral