আমাদের দৈনন্দিন জীবনে, ‘আত্মবিশ্বাসী’ মহিলাদের নানান গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেগুলি আমাদের কাছে অনুপ্রেরণার থেকে কম কিছু নয়। সমাজের এই মহিলারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখান পারেন কীভাবে ব্যর্থতা হারিয়ে জীবনযুদ্ধে সফলতা আনা সম্ভব। সম্প্রতি কলকাতায় এক মহিলা Uber ড্রাইভারের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের অনুপ্রাণিত করেছে। পরম কল্যাণ সিং নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার ফেসবুকে শেয়ার করা এক পোস্টে কলকাতার এই মহিলা উবার চালক ‘দীপ্তা ঘোষের’ গল্প সকলের সামনে তুলে ধরেছেন।
কাহিনী শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “গতকাল লেক মলে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেছিলাম। এক মহিলা ড্রাইভারের কাছ থেকে কল আসে,” তিনি যোগ করেছেন মহিলা তাকে তার ড্রপ লোকেশান বা পেমেন্ট সম্পর্কে কিছুই অন কল জিজ্ঞাসা করেনি। মহিলা ওই Uber চালক তাকে শুধু পিকআপের লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।
দীপ্তা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক! একাধিক বহুজাতিক সংস্থায় ৬ বছরের কর্মজীবন দিপ্তার! ২০২০ সালে হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়া। বাবার মৃত্যু হয় একেবারেই আকস্মিকভাবে। বাড়িতে তার মা ও এক ছোট বোনকে। চাকরির জন্য তাকে কলকাতা ছাড়তেই হত। কিন্তু মা বোন কে রেখে একা তিনি বাইরে যেতে চাননি। তিনি কলকাতায় থাকার সিদ্ধান্ত নেন। বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর নিজেই একটি অল্টো গাড়ি কেনেন। ২০২১ সাল থেকে Uber-এর সঙ্গে গাড়ি চালানো শুরু৷ তিনি এখন এই পেশা নিয়ে বেশ খুশি৷ তিনি সপ্তাহে ৬ দিন প্রতিদিন প্রায় ৬-৭ ঘন্টা গাড়ি চালিয়ে মাসে প্রায় ৪০হাজার টাকা আয় করেন তিনি। ৩হাজার লাইক সহ, পোস্টটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা মহিলাকে তার সাহসী সিদ্ধান্তের জন্য কুর্নিশ জানিয়েছেন।
এক ব্যক্তি লিখেছেন, “খুবই অনুপ্রেরণামূলক।” অন্য এক ইউজার যোগ করেছে, “অনেক অনুপ্রেরণাদায়ক!! এমন কাহিনী আমার দিনটিকে আরও সুন্দর করে তুলেছে।” কেউ কেউ হার্ট ইমোজি দিয়ে তাদের মিষ্টি প্রতিক্রিয়া জানিয়েছেন।