বিশাল হাঁ...! মুহূর্তেই লাখ লাখ টাকার মঙ্গলসূত্র গিলে খেল মহিষ, তড়িঘড়ি অস্ত্রোপচার, তারপর?

কী কাণ্ড...

কী কাণ্ড...

author-image
IE Bangla Web Desk
New Update
ভাইরাল খবর,ভাইরাল পোস্ট,ভাইরাল ভিডিয়ো,viral video,viral post,viral news"

ঘটনার পর মহিষের অস্ত্রোপচার করে ২৫ গ্রাম মঙ্গলসূত্র বের করা হয়।

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই নানান অদ্ভুত ঘটনার কথা শুনে থাকি। কিন্তু এবারের ঘটনা একেবারে সত্যি। আর খবরটি এতটাই অনন্য যে আপনি শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। আসলে, হঠাৎ করে লক্ষ লক্ষ টাকা মঙ্গলসূত্র গিলে ফেলে একটি মহিষ। মহারাষ্ট্রের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল।

Advertisment

বড়ই সাধের মঙ্গলসূত্র গৃহিণীর। শুধু কী তাই? মঙ্গলসূত্রের দাম কয়েক লক্ষ টাকা। ২৫ গ্রাম ওজনের একটি মঙ্গলসূত্রকে গিলে খেল মহিষ। এই ঘটনা শুনেই জ্ঞান হারানোর জোগার গৃহিনীর। অবশেষে ঠিক করা করা অপারেশনের মাধ্যমে মঙ্গলসূত্রটি মহিষের পেট থেকে বের করা হবে।  মহিষটি মঙ্গলসূত্র গিলে ফেলার পর, ২ ঘন্টা চলে অপারেশন। পরে মঙ্গলসূত্রটি বের করা হয়। ঘটনার কথা জানাজানি হতেই গ্রামজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।  

আসলে, এই পুরো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি গ্রামে, যেখানে মহিলাটি ঘুমানোর আগে তার মঙ্গলসূত্র খুলে একটি পাত্রে রেখেছিলেন। পরের দিন মহিলা লক্ষ্য করলেন যে তার মঙ্গলসূত্রটি যে পাত্রে রাখা ছিল সেই পাত্রেই মহিষকে পশুখাদ্য দেওয়া হয়। এরপর মহিষটিও দেরি না করে মঙ্গলসূত্রও গিলে ফেলে। কিছু সময় পর মহিলার যখন মঙ্গলসূত্রের কথা মনে পড়ে তিনি দেখেন সেটি পাত্রে নেই।  ঘটনার পর মহিষের অস্ত্রোপচার করে ২৫ গ্রাম মঙ্গলসূত্র বের করা হয়।

viral