New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-317.jpg)
কেক তৈরির এই ভিডিও দেখে ব্যবহারকারীরাও হতবাক
আপনি বাজার থেকে যে কেকটি কিনছেন সেটা কীভাবে তৈরি হয়, জানেন?
কেক তৈরির এই ভিডিও দেখে ব্যবহারকারীরাও হতবাক
কেক খেতে ভালবাসেন না এমন মানুষ প্রায় হাতে গোনা। বার্থ ডে পার্টি হোক থবা বিবাহবার্ষিকী কেক কাটা ছাড়া যেন গোটা অনুষ্ঠানটাই বেমানান। জানেন কী কেক কীভাবে তৈরি হয়? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বেকারির কেক তৈরির ভিডিও। অবশ্যই দেখুন ভাইরাল এই ভিডিও। যা দেখে পরের অনুষ্ঠানে কেক খাবেন কিনা তা আপনাকে ভাবতে বাধ্য করবে।
আজকাল ছোট-বড় প্রতিটি অনুষ্ঠানে কেক অর্ডার করা হয়। জন্মদিনের পার্টি হোক বা বিবাহ বার্ষিকী এবং এনগেজমেন্ট পার্টি, আজকাল প্রায় সব পার্টিতেই কেক কাটা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিশু থেকে শুরু করে বড়রাও কেক খেতে সকলেই পছন্দ করেন। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন যে আপনি বাজার থেকে যে কেকটি কিনছেন সেটা কীভাবে তৈরি হয়?
I had no idea this is how cakes are made 😯 pic.twitter.com/8POleVgUgC
— Chirag Barjatya (@chiragbarjatyaa) July 22, 2023
কেক তৈরির এই ভিডিও দেখে ব্যবহারকারীরাও হতবাক। একজন ব্যবহারকারী বলেছেন, 'খুব অস্বাস্থ্যকর ভাবে কেক তৈরি করা হচ্ছে।' অপর একজন লিখেছেন, 'বাইরে যে খাবার পাওয়া যায় তার ভিডিও দেখলে ৯০ শতাংশ জিনিস খেতে পারবেন না'। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, 'এখন আমি সারা জীবনে আর কখনও কেক খাব না।'