New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-134.jpg)
ভাল করে লক্ষ করুন ছবিটিকে
সময় হাতে মাত্র ১২ সেকেন্ড।
ভাল করে লক্ষ করুন ছবিটিকে
সোশ্যাল মিডিয়ায় দৌলতে আমরা অনেক ধাঁধা, চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক ও টুইটারে আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলিকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। মনোযোগ সহকারে দেখলে আপনি ছবির ভিতরে থাকা রহস্য ভেদ করতে পারবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল। যেখানে ছবিতে দেখা যাচ্ছে একদল পেঙ্গুইনকে। আর এর মাঝেই লুকিয়ে রয়েছে হট চকলেট কাপ। আপনার কাজ মাত্র ১২ সেকেন্ড সময়ের মধ্যে সেই হট চকলেট কাপটিকে খুঁজে বের করা। যদি আপনি মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই এই কাজটি করতে পারেন তাহলে আপনি যে স্মার্ট সেকথা বলার অপেক্ষা রাখবে না। চ্যালেঞ্জ সমাধানের জন্য ছবিটিকে ভাল করে জুম করে দেখুন। একটু মনোযোগ সহকারে দেখলেই আপনি এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারবেন।
আপনার সময় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি কী ছবির মধ্যে লুকিয়ে থাকা হট চকলেট কাপটি খুঁজে পেয়েছেন? আপনি যদি এখনও হট চকোলেট কাপটি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কিছুই নেই, আপনার জন্য উত্তর রইল নীচেই। তৈরি থাকুন পরের চ্যালেঞ্জের জন্য। আর যারা ১২ সেকেন্ডে এই হট চকোলেট কাপটিকে খুঁজে বের করেছেন তারা কমেন্ট করে জানান।