scorecardresearch

এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে ‘রহস্যময়ী পরী’, আধমিনিট সময় রইল আপনার জন্য!

সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে এই ধরণের অপটিকাল ইলিউশন।

"Optical Illusion", "Viral Optical illusion
এই ছবিতেই লুকিয়ে রহস্য

নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে এই ধরণের অপটিকাল ইলিউশন। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যার মধ্যে লুকিয়ে রয়েছে একটি ‘পরী’! আপনার কাজ এক মিনিট সময়ের মধ্যে ছবির মধ্য থেকে পরীটিকে খুঁজে বার করা।

এই ছবিটি এতটাই ভাইরাল হয়েছে কারণ এই ছবিটির মধ্যে থেকে অধিকাংশ মানুষ সেই লিকুয়ে থাকা পরীটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। আপনার কাছে রইল চ্যালেঞ্জ এই ছবির মধ্যে থেকে লুকিয়ে থাকা পরীটিকে খুঁজে বের করার। ৯০ শতাংশ মানুষ হন্যে হয়ে খুঁজে চলেছেন, আচ্ছা সত্যিই কী রয়েছে পরী? কী মনে হয় আপনার? আপনার কী মনে হয় পরীটি কোথায়! ছবির কেন্দ্রে, বাঁদিকে? ডানদিকে! কী মনে হয় আপনার? আচ্ছা একবার মোবাইলটি কী উল্টে দেখবেন একবার? যদি খুঁজে পান! সময় কিন্তু এগিয়েই চলেছে। বেশি সময় নেই আপনার হাতে। চেষ্টা চালিয়ে যান।

ভাল করে খুঁজুন

অপটিক্যাল ইলিউশনের ছবি এখন সোশাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখে তা থেকে মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না।

আরও পড়ুন: [Optical Illusion:চলন্ত বিমান থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে কুকুরকে? দেখুন ছবির আড়ালে থাকা ভিডিও]

চলুন আপনার জন্য রইল একটা হিন্টস! ভাল করে ছবির নীচের দিকে দেখুন, সারসের ঠোঁটগুলির দিকে ভাল ভাবে লক্ষ্য করুন। না ডানদিকে নয় বাঁ দিকে! আশা করি এবার আপনি সেই পরীটিকে খুঁজে পেয়েছেন। আর যদি এখনও না পান তাহলে আপনার জন্যই উত্তর দেওয়া রইল এর নীচেই!

রহস্যের সমাধান!

এখানেই রইল আপনার উত্তর। আপনি আমাদের জানান, কত সময়ের মধ্যে আপনি এই পরীকে খুঁজে পেলেন? যদি না পেয়ে থাকেন চেষ্টা জারি থাক, আগামী সংখ্যায় আপনার সাফল্যকেই দেখতে চাই আমরাও!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Can you find the hidden dancer in this optical illusion image