Optical illusion: ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি সাপ, বলুন দেখি কোথায়!

আপনার কাছে সময় রয়েছে আজ মাত্র ১৫ সেকেন্ড।

আপনার কাছে সময় রয়েছে আজ মাত্র ১৫ সেকেন্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Optical illusion: ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি সাপ, বলুন দেখি কোথায়!

ডানদিক থেকে এবার বামদিকে চোখ ঘোরান

অপটিক্যাল ইলিউশন! একরাশ ধাঁধা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ছবি। নেটিজেনদের মধ্যে প্রবল আকর্ষণের সৃষ্টি করেছে এই অপটিক্যাল ইলিউশন। এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি সাপ। আপনার কাজ হল সেই সাপকে খুঁজে বের করা। আপনার হাতে সময় রয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এই সময়ের মধ্যেই আপনি যদি এই সাপটিকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি ১০ শতাংশ মানুষের মধ্যে পড়বেন যারা এর সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই এই ছবির আড়ালে লুকিয়ে থাকা সাপকে খোঁজার চেষ্টা করছেন। আপনি কী সবার আগে লুকিয়ে থাকা সাপ খুঁজে পেতে পারবেন? রইল চ্যালেঞ্জ কেবল আপনারই জন্য।

Advertisment
publive-image
ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি সাপ, ভাল করে দেখুন ছবির দিকে

অপটিক্যাল ইলিউশনের এই ছবি এখন সোশাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখে তা থেকে মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না। সুন্দর এই অপটিক্যাল ইলিউশনের ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি সাপ। আপনার কাছে সময় রয়েছে আজ মাত্র ১৫ সেকেন্ড। এর মধ্যেই আপনাকে খুঁজে বের করতে হবে সাপটিকে।

অপটিক্যাল ইলিউশনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই পেয়ে গেছেন প্রশ্নের উত্তর, এবার আপনার পালা! আশা করি আপনিও খোঁজার চেষ্টা চালাচ্ছেন। আর যাঁরা এখনও খুঁজে পাননি তাদের জন্য একটা সূত্র দেওয়া রইল! ইঙ্গিত দেওয়ার আগে, নিজেকে আরও একটি সুযোগ দিন এবং ছবিটির দিকে একবার তাকান খুঁজে বের করার চেষ্টা করুন সাপটিকে। সাপে শুধু মাথা আর চোখ আছে। আপনাকে সাপের পুরো শরীরটি সন্ধান করতে হবে না। ছবিটির উপরের দিকে মনোযোগ দিয়ে দেখুন। চোখে ধরা পড়তে পারে লুকিয়ে থাকা সাপ।

Advertisment
publive-image
ডানদিক থেকে এবার বামদিকে চোখ ঘোরান

আশা করি আপনি পেয়ে গিয়েছেন লুকিয়ে থাকা সাপটিকে। আপনাকে অভিনন্দন। যারা এখনও সাপটিকে খুঁজে পাননি, তারা চেষ্টা চালিয়ে যান। হাতে রয়েছে মাত্র ৪ সেকেন্ড।


৪….৩….২…১….০…..! সময় শেষ। এবার নিচের ছবিটি ভাল করে দেখুন। এখানেই লুকিয়ে ছিল আপনার চ্যালেঞ্জের উত্তর।

publive-image
রইল আপনার প্রশ্নের উত্তর।
viral Optical Illusion