/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/cats-52.jpg)
আপনার কাজ হল মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে বের করা।
মাত্র একটাই ছবি! আর তাতেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। আপনার কাজ হল মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে বের করা।৯৯ শতাংশ মানুষ এর উত্তর সঠিক ভাবে বলতে পারেন নি। আপনি কী পারবেন? চেষ্টা চালিয়ে যান। ভালভাবে খুঁজতে স্ক্রোল করুন।
এই ধরণের দৃষ্টিভ্রমে আপনি চোখের সামনেই একটা জিনিস দেখেও দেখতে পাবেন না। তাই খুঁটিয়ে দেখুন ছবিটা। এখনেই লুকিয়ে রয়েছে আপনার উত্তর। পেঁচাটি আপনার চোখের সামনে দিয়ে উড়ে গেল না তো? মনে হয় এইবার আনি মিস করে গেলেন!
এই ছবিতে গাছের ডালপালার মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। হয়তো আপনি একটি অপটিক্যাল বিভ্রম দ্বারা বারবার বিভ্রান্ত হচ্ছেন। হাল না ছেড়ে ঠাণ্ডা মাথায় খুঁজুন। উত্তর রয়েছে এই ছবিতেই। "বিভ্রম" শব্দটি এসেছে ল্যাটিন শব্দ illudere থেকে যার অর্থ "ঠাট্টা করা"। এই ধরণের অপটিক্যাল বিভ্রম সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই ছবিতে কি সত্যিই একটি পেঁচা লুকিয়ে আছে? যদি লুকিয়ে থাকে তাহলে সেটা কোথায়?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/owl.jpg)
পেঁচা সাধারণত নিশাচর। রাতের বেলা শিকার করতে এরা বেশি পছন্দ করে। তবে যুক্তরাজ্যে, কিছু পেঁচা দিনের বেলাতেও শিকার করে। এই ছবিতে একটি গাছের ডাল-পালার সঙ্গে লুকিয়ে রয়েছে পেঁচাটিও। আপনি যদি এখনও এটি খুঁজে না পান তবে ছবিটির মাঝ বরাবর ভালভাবে তাকান! কী দেখছেন?
আরও পড়ুন: <Optical Illusion: এই ছবিতে কতগুলি প্রাণী রয়েছে বলুন তো! ৯৯শতাংশ মানুষই সঠিক উত্তর দিতে পারেননি>
আপনি পেঁচাটিকে কী খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আমাদের জানান, কত সময়ের মধ্যে আপনি এই পেঁচাটিকে খুঁজে পেলেন? আপনার মত অসংখ্য মানুষ এই পেঁচাটিকে খোজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/cats-51.jpg)
৩০ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে। ওপরেই রইল আপনার উত্তর। একজন ইউজার উত্তর দিয়েছেন, “আমিই কী একমাত্র যে পেঁচাটিকে খুঁজে পাইনি? আপনি কত সময়ের মধ্যে পেঁচাটিকে খুঁজে পেলেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।