New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/cats-58.jpg)
থরে থরে সাজানো বিয়ারের গ্লাস। এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বার করতে হবে একটি ট্রফি।
মাত্র ১০ শতাংশ মানুষ এর সঠিক উত্তর পেরেছেন।
থরে থরে সাজানো বিয়ারের গ্লাস। এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বার করতে হবে একটি ট্রফি।
থরে থরে সাজানো বিয়ারের গ্লাস। এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বার করতে হবে একটি ট্রফি। আপনার হাতে সময় রয়েছে এক মিনিট। ৯০ শতাংশ মানুষ বিয়ারের গ্লাসের মধ্যে থেকে ট্রফি খুঁজে পাননি। আপনি কী পারবেন মাত্র ১ মিনিট সময়ের মধ্যেই বিয়ারের গ্লাসের মধ্যে থেকে ট্রফিটিকে আলাদা করতে।
ভাবছেন কোন দিন থেকে শুরু করবে? ফোনটা একবার উল্টেও দেখতে পারেন। ট্রফি রয়েছে একেবারেই আপনার চোখের সামনেই। আপনার কাজ সেটাকে খুঁজে বের করা এবং আমাদের জানানো কত কম সময়ের মধ্যে আপনি এই কাজটি পারলেন!
আরও পড়ুন : <Optical Illusion: এই ছবিতে কতগুলি প্রাণী রয়েছে বলুন তো! ৯৯শতাংশ মানুষই সঠিক উত্তর দিতে পারেননি>
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে রয়েছে অসংখ্য বিয়ারের গ্লাস। তার মাঝেই রয়েছে একটি ট্রফি। হ্যাঁ আপনি ঠিক পথেই এগোচ্ছেন। বাঁ দিক থেকে শুরু করুন। আসতে আসতে চোখ বোলান। না, তাড়াহুড়া করবেন না। যে কোন সময়েই চোখের সামনে দিয়েই হারিয়ে যেতে পারে ট্রফিটি।
অনেকেই মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই খুঁজে পেয়েছেন ট্রফিটি। আপনি কী এখনও পাননি তবে আপনার জন্য রইল একটা সূত্র। একজন বলেছেন একদম মাঝখানেই রয়েছে সেই ট্রফিটি। আপনি কী পেয়েছেন? প্রতিটি গ্লাসের মাথার দিকে ভাল ভাবে তাকান। এবার আপনি নিশ্চয় পেয়ে গেছেন। তাও যদি না পান তাহলে আপনার জন্য রইল উত্তর।
কোথায় লুকিয়ে রয়েছে ট্রফিটি, আপনি দেখতে পেলেন, চোখের সামনেই এই ট্রফি লুকানো ছিল। মাত্র ১০ শতাংশ মানুষ এর সঠিক উত্তর পেরেছেন। আপনি কী তাদের মধ্যে? কমেন্টে জানান আমাদের।