Advertisment

Mobile cabin home viral: আকাশছোঁয়া বাড়িভাড়া, অভিনব ভাবনা তরুণীর, তাক লাগানো প্রতিভা Viral

মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে অভিনব ভাবনা, বাড়ি ভাড়ার খরচ কমাতে এমন আয়োজন চমকে দিয়েছে সকলকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Canadian woman, Mobile Cabin Home, Canadian Woman Built Mobile Cabin Home, World news, trending news, viral news,

বাড়ি ভাড়ার খরচ কমাতে এমন আয়োজন চমকে দিয়েছে সকলকেই।

মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে অভিনব ভাবনা কানাডিয়ান মহিলার। বাড়ি ভাড়ার খরচ কমাতে এমন আয়োজন চমকে দিয়েছে সকলকেই। সম্প্রতি এক কানাডিয়ান মহিলা ট্রাকের পিছনেই গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

Advertisment

বিশ্বজুড়ে বড় শহরে বাস করাটা এখন এতটাই ব্যায়বহুল হয়ে পড়েছে যে খরচ সামলাতে হিমসিম খেতে হচ্ছে মানুষজনকে। মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে মানুষ নতুন নতুন উপায় খুঁজে বের করছেন। বাড়ি ভাড়ার খরচ এমন আয়োজনে চমকে উঠেছেন সকলেই। সম্প্রতি কাই নামের এক কানাডিয়ান মহিলা ট্রাকের পিছনেই বিলাসবহুল বাড়ি বানিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্রাকের পিছনে কাঠ এবং লোহা ব্যবহার করে নির্মিত বাড়িটি একেবারে অভিনব। এই বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, টিকটকে তার ভিডিওটি ৬ মিলিয়ন বার দেখা হয়েছে। কাই একজন কনটেন্ট ক্রিয়েটর। যার TikTok-এ তার ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

কাই তার সঙ্গী এবং একটি পোষা বিড়ালের সঙ্গে এই বাড়িতেই থাকেন। তিনি বলেছিলেন যে তিনি এই মোবাইল বাড়িটি তৈরি করেছেন কারণ তিনি যেখানে থাকেন তার ভাড়া অনেক বেশি।

viral
Advertisment