এমন দুর্ঘটনা আগে দেখেন নি। শূন্যে উড়ে বাড়ির দ্বিতীয় তলা ভেঙে সরাসরি ভেতরে ঢুকে পড়ে গাড়িটি। এমনই বিরল ঘটনার সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে গাড়িটি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিবেগে কালভার্টে ধাক্কা মারে, যার ফলে শূন্যে উড়ে সেটি বাড়ির দ্বিতীয় তলায় ঢুকে পড়ে।
এখন পর্যন্ত পথ দুর্ঘটনার অনেক ভিডিও নিশ্চয়ই দেখেছেন। অনেক সময় দুর্ঘটনা এতটাই মারাত্মক হয় যে গাড়িগুলো কয়েক ফুট হাওয়ায় উড়ে যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন।
আসলে একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে একটি গাড়িকে ঝুলতে দেখা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ভিডিওটি আমেরিকার পেনসিলভানিয়ার।
ছবিতে দেখা যাচ্ছে গাড়ির কিছু অংশ ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িটি ওই বাড়িতে বেশ অদ্ভুতভাবে আটকে আছে। একই সঙ্গে উদ্ধারকাজে যাওয়া দলটিকে সেখান থেকে গাড়িটি বের করে আনতে হিমশিম খেতে হয়েছে। উদ্ধারের পর গাড়িটি নামিয়ে আনা হয়। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়।
দুর্ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন, তাকে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ঘটনার সময় বাড়ির কোন সদস্য দ্বিতীয় তলায় না থাকায় এড়ানো গিয়েছে বড় বিপদ।