New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_64e72c.jpg)
গাড়ির ভোলবদলে হেলিকপ্টারে রূপান্তরিত করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি।
সামনে থেকে গাড়ি, পিছন থেকে কপ্টার। আবিষ্কারে চমকে উঠল গোটা বিশ্ব। গাড়ির ভোলবদলে হেলিকপ্টারে রূপান্তরিত করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় লোকজন এই গাড়ির ভিডিও দেখে রীতিমত অবাক। ভিডিও ভাইরাল হতেই পুলিশ গাড়িটিকে অবৈধ ঘোষণা করেছে। বাজেয়াপ্ত করা হয় সেই গাড়িটিকে।
আমাদের দেশে প্রতিভার কোন অভাব নেই। কিন্তু তা বলে গাড়িই ভোলবদলে ফেলে হেলিকপ্টারে বদলে ফেলা কী মুখের কথা! এমনই এক ভিডিও আগুনের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশের আম্বেদকর নগরে এক ব্যক্তির কীর্তি এখন জোর চর্চায়। লোকটি তার গাড়িটিকে এমনভাবে বদল করেছেন করেছে যে এটি পিছন থেকে হুবহু হেলিকপ্টারের মতো দেখতে লাগছে।
সোশ্যাল মিডিয়ায় লোকজন এই গাড়ির ভিডিও দেখে অবাক। তবে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বর্তমানে গাড়িটি আটক করা হয়েছে।
#WATCH | Ambedkarnagar, Uttar Pradesh: A person from the Bhiti area modified a car into a helicopter pic.twitter.com/idbZiN374b
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 19, 2024
অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পান্ডে বলেন, এভাবে গাড়ি পরিবর্তন করার আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। তদন্তে ট্রাফিক পুলিশ তা ধরেছে। এমভি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ জরিমানা নেওয়া হয়েছে এবং এটি চালানোর অনুমতি দেওয়া হবে না।