Advertisment

মগডালে ঝুলছে গাড়ি, এমন পার্কিং দেখে তাজ্জব নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest Viral Video, News Nation Viral Video, Viral Video, Trending Viral Video, Viral News in Hindi, Viral Video Clip, Viral Video News

নিচে জায়গা না থাকায় গাছে গাড়ি পার্কিং, ছবি ভাইরাল হতেই হুলস্থূল। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন ভিডিও দেখা যায়, যা দেখার পর হতবাক হয়ে যেতে বাধ্য হন সকলেই। একটাই প্রশ্ন মনে ঘুরপাক খায় কীভাবে এই ঘটনা ঘটল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। মগডালে ঝুলছে গাড়ি। ছবি দেখে সকলের একটাই প্রশ্ন এমনটা কীভাবে সম্ভব?

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি গাছের ডালে পার্কিং করা রয়েছে। ভিডিওটি আরও ভালভাবে দেখলে বুঝতে পারবেন গাড়িটিকে গাছের ডালে বেঁধে রাখা হয়েছে।এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

ভিডিওটি কয়েক লাখ মানুষ দেখেছেন। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি অনেক পুরনো মডেলের গাড়ি। আসলে এই গাড়ির নাম Opel Astra, গাড়িটি তৈরি করেছে জেনারেল মোটরস। পরে কোম্পানি বন্ধ হয়ে যায়। গাড়িগুলি স্ক্র্যাপে পরিণত হয়। নিছক ভিডিও করতে এই স্ক্র্যাপ গাড়িটিকে নিয়ে আসা হয়েছে এবং গাড়িটিকে গাছে ঝুলিয়ে ভিডিও করা হয়েছে।

viral
Advertisment