স্টান্ট দেখাতে গিয়েই বিপাকে যুবক, উচিত শিক্ষা...., মত নেটপাড়ার

আরপিএফ-এর এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে।

আরপিএফ-এর এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Man,cartwheel,railway station,Twitter,video,viral

বর্তমানে মানুষ রিল তৈরির নেশায় বুঁদ। রেলওয়ে প্ল্যাটফর্ম, মন্দির অথবা রাস্তাঘাট হামেশাইল অনেকেই রিল তৈরিতে মগ্ন থাকেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ধরনের ঘটনায় অনেক সময় রিল মেকারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। এরপরও এইসব স্থানে রিল তৈরি বন্ধ হয়নি। আজকাল, রিল তৈরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাদা বিতর্ক চলছে। আসলে, এবার এক ব্যক্তি রেলস্টেশনে স্টান্ট করতে গিয়ে RFFএর হাতে ধরা পড়েছেন। যার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে RPF। সোশ্যাল মিডিয়ায় RPF-এর অ্যাকশন নিয়ে মানুষ ‘বিভক্ত’ হয়ে পড়েছেন। অনেকে এই পদক্ষেপের সমর্থনে মন্তব্য করতে শুরু করেছেন, আবার অনেকে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি বিহারের গয়া জেলার মানপুর জংশনের। এখানে রেলের প্ল্যাটফর্মে এক যুবককে স্টান্ট করতে দেখা গিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনেই স্টান্টিং শুরু করেন এই যুবক। শূন্যে লাফিয়ে তার স্টান্ট দেখে তাজ্জব সকলেই। এরপরই ওই যুবককে গ্রেফতার করে রেল পুলিশ।

এই বিষয়ে, RPF টুইট করেছে যে এক যুবক, যিনি মানপুর জংশনে বেপরোয়াভাবে স্টান্টিং করে নিজেকে বিখ্যাত করতে চেয়েছেন, তাকে প্ল্যাটফর্মে এই স্টান্ট করার জন্য গ্রেফতার করা হয়েছে।  RPF লিখেছে যে আমরা আশা করি এটি তাদের জন্য একটি শিক্ষা যারা তাদের রিল লাইক এবং শেয়ার করার জন্য তাদের জীবন ঝুঁকিতে ঠেলে দেন।

Advertisment

এখন আরপিএফ-এর এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। যদিও অনেক ব্যবহারকারী এই পদক্ষেপের জন্য RPF-এর প্রশংসা করেছেন, কিছু ব্যবহারকারী এটির সমালোচনাও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে আরপিএফ ভুলভাবে ওই যুবককে গ্রেফতার করেছে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে আইন তার জায়গায় সঠিক। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে রেলওয়ে প্লাটফর্মকে অনেকে স্টান্ট বেস বলে মনে করে। একই সময়ে, অনেক ব্যবহারকারী অন্যান্য ভিডিও শেয়ার করেছেন এবং আরপিএফকে জিজ্ঞাসা করেছেন 'যুবকের ওপর কোন কোন ধারা আরোপ করা হয়েছে’।

Viral Video