scorecardresearch

বাস্তবের Tom & Jerry! Viral video দেখে হাসির রোল…

কেউ কেউ মন্তব্যে লিখেছেন, বাস্তব জীবনের টম অ্যান্ড জেরি।

cat, viral, rat,trending

বিড়ালের হাত থেকে জীবন বাঁচাতে ইঁদুরের ডিগবাজি! ২ কোটির বেশি মানুষ ভিডিও দেখে রীতিমত তাজ্জব। বিড়াল এবং ইঁদুরের মজার ভিডিও ইন্টারনেটে মাঝে মধ্যেই ভাইরাল হয়। বর্তমানে তেমনই এক মজার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ক্লিপটিতে, একটি ইঁদুরকে দেখা যাচ্ছে যে কোনওভাবে বিড়ালের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দেওয়াল ঘেঁষে রাখা একটি খুঁটির উপর বসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল বিড়ালটিও বসে আছে ইঁদুরের অপেক্ষায় যে কখন মাটিতে নামবে আর তাকে শিকার করবে। এখন এটা দেখে মানুষ এই দুজনকে রিয়েল লাইফের ‘টম অ্যান্ড জেরি’ বলেও উল্লেখ করেছেন।

ভাইরাল হওয়া এই ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে, বিড়ালের ভয়ে একটি ইঁদুর ভয়ে খুঁটিতে বসে আছে। বিড়ালটিও শিকারের অপেক্ষায় নিচে বসে রয়েছে। যদিও শেষমেষ কী হবে ভিডিওতে তা দেখানো হয়নি। নেটিজেনরা জানতে চান ইঁদুরটি কী বিড়ালের হাত থেকে বেঁচে ফিরেছে? ভিডিওটি ৪ মার্চ ইনস্টাগ্রাম পেজ 0zr__t থেকে পোস্ট করা হয়েছিল, এখন পর্যন্ত ৫ লাখ ৪৬ হাজারের বেশি লাইক এবং ৩০মিলিয়ন ভিউ পেয়েছে। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, বাস্তব জীবনের টম অ্যান্ড জেরি। যদিও কেউ কেউ বলেছেন যে কখনই হাল ছাড়বেন না। যদিও সমস্ত ব্যবহারকারী এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চেয়েছেন।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Cat and rats fight like tom and jerry