scorecardresearch

টাওয়ারের মাথায় বিড়াল ছানা, উদ্ধারে প্রাণপাত, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

viral video, cat rescued, cat on mobile tower, anima rescue centre

মোবাইল টাওয়ারের মাথায় বিড়াল ছানা, উদ্ধারে প্রাণপাত উদ্ধারকারী দলের সদস্যদের। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়, সেই সব ভিডিওতে প্রাণের ঝুঁকি নিয়ে যেখানে বিড়াল অথবা কুকুরছানাকে উদ্ধার করতে দেখা যায়। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে বেঙ্গালুরুতে মোবাইল টাওয়ারের উপরে উঠে গেছে একটি বিড়াল ছানা। তাকে উদ্ধারে রীতিমত প্রাণ পাত করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সেই উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিড়াল ছানাকে উদ্ধারে উদ্ধারকারী দলের সদস্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মোবাইল টাওয়ারের চূড়াতে উঠছেন সেখানে একটি লোহার রডের ওপর বিড়াল ছানাটি দাঁড়িয়ে রয়েছে। বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে বিড়াল ছানাটির। ধীরে ধীরে উদ্ধারকারী দলের সদস্যরা বিড়ালটির কাছে পৌঁছে একটি নেটের ভিতর সেটিকে ভরে ফেলে, তারপর তারা তাকে নিরাপদে নামিয়ে আনে। টাওয়ারের উচ্চতা ছিল তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভিডিওটি ৯ মে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। ইন্টারনেট বিড়ালটিকে উদ্ধারে উদ্ধারকারী দলের চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকললেই। একজন ইউজার লিখেছেন উদ্ধারকারীদের তাদের অসামান্য কাজের জন্য ধন্যবাদ। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি নেটদনিয়ায় ভাইরাল হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Cat climbs on top of mobile tower in bengaluru viral video shows how it was rescued