বহুতল থেকে নীচে পার্কিং করা গাড়ির ওপর আছড়ে পড়েও বেঁচে বিড়াল ছানা, আরোগ্য কামনা সোশ্যাল মিডিয়ায়

সাড়ে আট কেজি ওজনের বিড়ালটি গাড়ির পিছনের কাঁচের ওপর পড়ার কারণে সেটি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

সাড়ে আট কেজি ওজনের বিড়ালটি গাড়ির পিছনের কাঁচের ওপর পড়ার কারণে সেটি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

বহুতল থেকে সোজা নীচে পার্কিং করা গাড়ির ওপর সজোরে আছড়ে পড়ল একটি বিড়াল। আশেপাশের মানুষজন গাড়ির কাঁচ ভাঙার শব্দে ছুটে যেতেই দেখেন যন্ত্রণায় ছটফট করছে বিড়ালটি। তড়িঘড়ি বিড়ালটিকে নিয়ে যাওয়া হয় এক পশু চিকিৎসকের কাছে। স্ক্যান করে দেখা যায় শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর চোট লেগেছে বিড়ালটি সেই সঙ্গে পায়ের নোখও ভেঙে গিয়েছে। এরপর বিড়ালটিকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

তবে এটাই আনন্দের যে এত উঁচু স্থান থেকে পড়ে গিয়েই বেঁচে রয়েছে আদরের পোষ্য বিড়ালটি। বিড়াল এবং গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাড়ে আট কেজি ওজনের বিড়ালটি গাড়ির পিছনের কাঁচের ওপর পড়ার কারণে সেটি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

Advertisment

এদিকে কী করে বিড়ালটি বহুতল আবাসনের বারান্দা থেকে নীচে পড়ে গেল তা ভাবিয়ে তুলেছে মালিককে। পোস্ট অনুসারে জানা গিয়েছে গত ২৭ মে একটি বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে পড়ে যায় বিড়ালটি। বিড়ালটিকে সঙ্গে সঙ্গে স্ক্যান করার জন্য পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি ক্ষত ধরা পড়ে স্ক্যান রিপোর্টে। সেই সঙ্গে নাকে গুরুতর চোট লেগেছে বিড়ালটির। ফেসবুকে বিড়ালের স্ক্যানের কিছু ছবি শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ বিড়ালটির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

viral