New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-203.jpg)
আইনস্টাইনের মগজ! বন্ধ ঘরের দরজা নিমেষেই খুলে চমকে দিল বিড়াল, ভিডিও দেখে তাজ্জব সকলে
খবর লেখা পর্যন্ত ৯৫ লাখ ভিউ, ৯০ হাজারের বেশি লাইক ও শতাধিক মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও।
আইনস্টাইনের মগজ! বন্ধ ঘরের দরজা নিমেষেই খুলে চমকে দিল বিড়াল, ভিডিও দেখে তাজ্জব সকলে
বিড়ালের দরজা খোলার বুদ্ধি দেখে হতবাক নেটপাড়া...। ইন্টারনেট জগতে বিড়াল-কুকুরদের নিয়ে নানান ধরণের অনেক মজার ভিডিও এবং মেম হামেশাই ভাইরাল হয়। বিড়াল যে সাধারণত খুবই কিউট তাই নয় বুদ্ধিমানও বটে। এমনই এক বুদ্ধিমান বিড়ালের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আসলে এই বিড়ালটি তার স্মার্টনেসের এমন নজির পেশ করেছে যে ইন্টারনেট দুনিয়ায় সকলেই অবাক। অনেকেই এই ভিডিওটি একবার নয় বহুবার দেখছেন, এবং বিশ্বাস করার চেষ্টা করছেন যে বিড়াল এই কাজটাও করতে পারে। এই বিড়ালটি তার বুদ্ধিমত্তা দিয়ে মুহূর্তের মধ্যে বন্ধ দরজা খুলে দিয়েছে। কিভাবে? ভাইরাল ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
এই ক্লিপটি মাত্র ৪৫ সেকেন্ডের যাতে একটি বিড়াল তার বুদ্ধিকা লাগে লাগিয়ে অদ্ভুদ দক্ষতায় বন্ধ দরজা খুলেছে। একজন ব্যক্তি তার এই মজার কাণ্ড ক্যামেরা বন্দী করেন। এখন সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। ব্যবহারকারীরা বিড়ালের স্মার্টনেস দেখে অবাক। আপনিও এই ভিডিওটি দেখুন এবং মন্তব্যে আপনার মতামত লিখুন।
এই ভিডিওটি ১৯ অক্টোবর @catshouldnt হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছে- এই বিড়ালের বুদ্ধি দেখে আমি বিস্মিত! খবর লেখা পর্যন্ত ৯৫ লাখ ভিউ, ৯০ হাজারের বেশি লাইক ও শতাধিক মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও।
This cat has very clear logic. I m shocked pic.twitter.com/CDAhccumFE
— place where cat shouldn't be (@catshouldnt) October 19, 2023