New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-42.jpg)
ব্যাগ থেকে টাকা চুরি, কুখ্যাত বিড়ালের কাণ্ডে রীতিমত অবাক সকলেই।
এখন দেখার টাকা দিয়ে কি করবে বিড়ালটি?
ব্যাগ থেকে টাকা চুরি, কুখ্যাত বিড়ালের কাণ্ডে রীতিমত অবাক সকলেই।
ব্যাগ থেকে টাকা চুরি, কুখ্যাত বিড়ালের কাণ্ডে রীতিমত অবাক সকলেই। সোশ্যাল মিডিয়ায় কুকুর-বিড়ালের নানান আকর্ষনীয় ভিডিও ভাইরাল হয়। কিছু প্রাণী মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে থাকে। বিড়ালও তাদের এক প্রাণী। আজকাল একটি বিড়ালের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওটি বিড়ালটিকে মালিকের ব্যাগ থেকে টাকা চুরি করতে দেখা যায়।
ইন্টারনেট জগৎ সর্বদা পোষা প্রাণীর ভিডিও নিয়ে মুখর থাকে। এগুলি এমন ভিডিও যা লোকেরা কেবল দেখেই নয়, একে অপরের সঙ্গে সেগুলি ব্যাপকভাবে শেয়ারও করে থাকেন। সম্প্রতি এক বিড়ালের ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মালিকের ব্যাগ থেকে টাকা চুরি করছে বিড়ালটি একেবারে দক্ষ চোরের কায়দায়।
ভিডিওতে বিড়ালকে একটি ব্যাগ থেকে টাকা চুরি করতে দেখা যাচ্ছে। এই কাজটি বিড়ালটি এমন কিউট ভাবে করেছে যে তার কিউটনেস দেখে আপনিও তার প্রেমে পড়ে যাবেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিড়ালটিকে চতুরতার সঙ্গে ব্যাগ থেকে টাকা চুরি করছে। টাকা চুরি করার পর বিড়ালটি এমনভাবে পা টিপে টিপে সেখান থেকে বেরিয়ে আসে যেন সে কোন অন্যায়ই করেনি।
ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে The Pet Collective নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি ১৯ হাজারের বেশি মানুষ এবং মন্তব্য করে সকলেই নিজেদের মতামত জানাচ্ছেন। কেউ বলেছেন অতি চতুর বিড়াল.. অপর এক ইউজার লিখেছেন, এখন দেখার টাকা দিয়ে কি করবে বিড়ালটি?