মুহুর্তের মধ্যে এক ভূমিকম্প সবকিছুকে তছনচ করে দিয়েছে। তাসের ঘরের মত হাজার হাজার বহুতল। তুরস্ক ও সিরিয়া জুড়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে, এর মাঝেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে আটকে থাকা মানুষজনকে। এর মাঝেই উদ্ধার করা হয়েছে একটি বিড়ালকেও। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া বিড়ালের কথা অনেকেরই মনে আছে।
নিষ্পাপ সেই বিড়ালটি শুরু করেছে তার নতুন জীবন। যে উদ্ধারকারী দলের সদস্য বিড়ালটিকে উদ্ধারে প্রাণপাত করেছে তিনিই বিড়ালটিকে ‘দত্তক’ নিয়েছেন। আর এই খবর ভাইরাল হতেই উদ্ধারকারীর মহানুভবতাকে স্যালুট জানিয়েছে তামাম বিশ্ববাসী। গত ৬ই ফেব্রুয়ারি তুরস্কে একটি বড় মাপের ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্পের জেরে মৃত্যু হয় ৪৫ হাজারের বেশি মানুষের লক্ষাধিক মানুষ আজ গৃহহীন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে সারা বিশ্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্নিফার ডগসহ বিভিন্ন দেশের একাধিক উদ্ধারকারী দল এসেছে তুরস্কে। মৃতদেহের সারির মধ্যেও মেলে বেশ কিছু আশার আলো। উদ্ধার করা হয় ২ মাসের এক শিশুকেও যা ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে। সেই সঙ্গে বেশ কিছু প্রাণীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার মধ্যেই রয়েছে এই বিড়াল ছানাটিও।
বিড়ালটিকে উদ্ধারের পর সেটি উদ্ধারকারী্র পাশে পাশেই ঘুরে বেড়াতে থাকে। আলী কাকাস নামের উদ্ধারকারী সেই ঘটনার পর বিড়ালটিকে দত্তক নেন এবং বিড়ালটির অর্থপূর্ণ নামও দেন। অ্যান্টন গেরাশচেঙ্কো একটি পোস্টে দুজনের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন,“আমি গতকাল তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া একটি বিড়াল সম্পর্কে পোস্ট করেছি। উদ্ধারকারীর নাম আলী কাকাস এবং তিনি বিড়ালটিকে দত্তক নিয়েছেন, তার নাম দিয়েছেন এনকাজ - তুর্কি ভাষায় যার নামের মানে "ধ্বংসাবশেষ"। আগামী দিন সুখের হোক!”