New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-108.jpg)
ঘুমের মাঝেই কেউটের উৎপাত, যোগ্য জবাব বিড়ালের, ক্যামেরাবন্দী বিরল লড়াই
সকলকে চমকে দিয়েছে এই লড়াই...!
ঘুমের মাঝেই কেউটের উৎপাত, যোগ্য জবাব বিড়ালের, ক্যামেরাবন্দী বিরল লড়াই
দিন কয়েক আগেই গরু-কেউটের নিখাদ বন্ধুত্ব সকলের মন জয় করে নিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আপনি যদি কোনভাবে সেই ভিডিও মিস করে থাকেন তবে আজ আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও। এই ভিডিও অবশ্য বন্ধুত্বের নয়। বিড়াল ও সাপের মধ্যে তীব্র লড়াইয়ের সাক্ষী থাকতে এই ভিডিও মিস করবে না।
তেড়ে আসছে কেউটে। ভয় না পেয়ে নিজের জায়গায় বসেই লড়াই জারি বিড়ালের। এমন ভিডিও সচরাচর দেখা যায় না বললেই চলে। তাই ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। বিড়াল এবং সাপের এরকম তিনটি লড়াইয়ের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।
ভাইরাল এই ভিডিওতে বিড়ালকে সাপের প্রতিটি আক্রমণের উপযুক্ত জবাব দিতে দেখা যায়। সাপও বিড়ালকে আক্রমণ করতে ছাড়ে না। ভিডিওতে দেখা যাচ্ছে – একটি সাপ বিড়ালের দিকে তেড়ে আসে। ভয় না পেয়ে চোখে চোখ রেখে লড়াই জারি রাখে বিড়ালটি। বিড়ালের ক্রমাগত আক্রমণে সাপটি পিছু হটতে বাধ্য হয়।
Los reflejos de los gatos son impresionantes. 😯 pic.twitter.com/Ww7Ymx15cT
— Eugenia Dinu (@DinuEugenia) August 5, 2023
দ্বিতীয় ভিডিওতে একটি বিড়াল গাছের চারপাশে কুণ্ডলী পাকিয়ে একটি সাপকে বসে থাকতে দেখে। বিড়ালটি নির্ভয়ে সাপের দিকে এগিয়ে যায় এবং তার নখ দিয়ে সাপকে আক্রমণ করে। তৃতীয় লড়াই আরও তীব্র। হাজার হাজার মানুষ বিড়াল-সাপের এমন লড়াইয়ে মিস করেন নি। সকলেই বিড়ালের সাহসিকতার প্রশংসা জানিয়েছেন।