L&T’s chairman 90-hour work week row: 'দুঃখিত আপনাদের দিয়ে আমি রবিবার কাজ করাতে পারি না। যদি পারতাম, আমি আরও খুশি হতাম, কারণ আমি নিজে রবিবার কাজ করি।' এর পাশাপাশি সপ্তাহে ৯০ ঘন্টা কাজের নিদান দিয়ে বিতর্কের মুখে লার্সেন অ্যান্ড টুবরো)-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম।
কিছু দিন আগেই, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন যার পরই শুরু হয় তুমুল বিতর্ক। ভারত এবং বিদেশেও তাঁর মন্তব্য নিয়ে শুরু হয় বিস্তর চর্চা। এবার এল অ্যান্ড টি-এর চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যম কর্মীদের সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার পরামর্শ দিয়েছেন।
এলএন্ডটি- র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোম্পানির কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। সেই আলোচনা সভা থেকে কর্মীদের সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি বলেন যে আমি নিজে রবিবারেও অফিসে আসি এবং সম্ভব হলে আপনাদেরও রবিবার অফিসে আসতে বলতাম। এলএন্ডটি কোম্পানির চেয়ারম্যানের এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে, L&T কোম্পানিতে ৬ দিনের ওয়ার্কিং উইক নীতি নিয়ে ইতিমধ্যেই চলছে একাধিক আলোচনা।
শুধু তাই নয়, এলএন্ডটি কোম্পানির চেয়ারম্যান এসএন এসএন সুব্রহ্মণ্যম কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, "আপনি ঘরে বসে আর কতক্ষণ আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকবেন! বাড়িতে কম সময় এবং অফিসে বেশি সময় ব্যয় করুন। আপনারা রবিবার কাজ করলে আমি আরও খুশি হব, কারণ আমি নিজেও রবিবারে কাজ করি।"
কর্মীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এক চিনে ব্যক্তির সাথে তাঁর কথোপকথনের উদাহরণ টেনে এনে বলেন ওই চিনা ব্যক্তি দাবি করেছিলেন, কর্মসংস্কৃতিতে চিন মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাপিয়ে যেতে পারে কারণ চিনে কর্মীরা সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করেন। যেখানে আমেরিকায়, কাজের সময় সপ্তাহে ৫০ ঘন্টা। তিনি কোম্পানির কর্মীদের আরও বলেন যে, যদি তারা ৯০ ঘন্টা কাজ করেন, তবেই তারা বিশ্বের শীর্ষ তালিকায় নিজেদের নিয়ে যেতে পারবেন।