Advertisment

মিশনের সাফল্যের জন্য নির্জলা উপোস, পাক তরুণী সীমা হায়দারের কাণ্ডে চূড়ান্ত শোরগোল

চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য বুধবার নির্জলা উপোস পালন করেছেন পাক তরুণী সীমা হায়দার ওরফে সীমা শচীন মীনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan 3 news seema haider fasted for the success of chandrayaan 3 mission

সীমাকে তার বাড়ির উপাসনালয়ে (মন্দির) মাথা নিচু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা যায়।

চাঁদের দক্ষিণ মেরুতে ‘মিশন ইন্ডিয়া’, চন্দ্রযানের সাফল্যের জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। ইতিহাস তৈরির পথে ক্রমশ এগোচ্ছে ভারত। চন্দ্রযান-৩ আজ বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে।  চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল (এলএম) বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। অবতরণ সফল ভারত পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে। শুধু ভারত নয়, গোটা বিশ্ব এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) ঠিক সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে।

Advertisment

ইসরো জানিয়েছে- সময়মতোই অবতরণ করবে চন্দ্রযান ৩। ISRO টুইট করে এই তথ্য জানিয়েছে। ইসরো বলেছে স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়া শুরু করার জন্য ইসরো সম্পূর্ণরূপে প্রস্তুত।  ল্যান্ডার মডিউল (LM) প্রায় ৫.৪৪ মিনিটে নির্ধারিত পয়েন্টে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। লাইভ টেলিকাস্ট শুরু হবে ৫.২০ থেকে।

এদিকে চন্দ্রযান ৩ মিশনের সাফল্য কামনায় উপোস করেছে পাক তরুণী সীমা হায়দার। চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য বুধবার নির্জলা উপোস পালন করেছেন পাক তরুণী সীমা হায়দার ওরফে সীমা শচীন মীনা।  এক ভিডিও বার্তা তিনি বলেন, ভগবান রাধা কৃষ্ণের আমার অনেক বিশ্বাস । ভারতের চন্দ্রযান সফলভাবে চাঁদে না আসা পর্যন্ত আমার এই উপোস চলবে। ভিডিওতে সীমা হায়দার ওরফে সীমা শচীন মীনা বলেন, আমি ভালো নেই তবুও চন্দ্রযানের সাফল্য কামনায় উপোস করেছি।  ভারতের চন্দ্রযান-৩ আজ সন্ধ্যায় চাঁদে অবতরণ করবে, আমাদের দেশ ভারতকে এক অনন্য খ্যাতি এনে দেবে এই মুন মিশন। তাই চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ না করা পর্যন্ত আমি উপোস  পালন করব। সীমাকে তার বাড়ির উপাসনালয়ে (মন্দির) মাথা নিচু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা যায়।

Chandrayaan 3
Advertisment