New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-215.jpg)
খবর লেখা পর্যন্ত ৩৬ হাজার শেয়ার, ৪ লাখ ৬৭টি লাইক ও চার হাজারের বেশি মন্তব্য-এ ভরে উঠেছে এই ভাইরাল ছবিটি।
ছবির মূল্য হাজার শব্দ। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি সোশ্যাল মিডিয়ায় মানুষজনজকে মুগ্ধ করে। ফটোগ্রাফাররা তাদের শিল্পকর্মের মাধ্যমে মানুষজনের মন ছুঁয়ে যাণ। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনি কি বলতে পারেন এর মধ্যে কোনটি আসল চিতা এবং কোনটি এর ছায়া?
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এটি ১৩ আগস্ট ফেসবুকে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘যখন আপনি আপনার মোবাইলটি উল্টাবেন, তখন আপনি এই ছবির নিখুঁত অনুভূতি বুঝতে পারবেন’।
খবর লেখা পর্যন্ত ৩৬ হাজার শেয়ার, ৪ লাখ ৬৭টি লাইক ও চার হাজারের বেশি মন্তব্য-এ ভরে উঠেছে এই ভাইরাল ছবিটি। সকলেই ফটোগ্রাফারের অসাধারণ ফটোগ্রাফির প্রশংসা করছেন। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়।