scorecardresearch

সৃজনশীলতায় মজে নেটপাড়া! অটোর ছাদেই ফুটে উঠলো ছত্রপতি শিবাজীর প্রাসাদ, video viral

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে দাবানলের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Chhatrapati Shivaji Maharaj , viral video, trending Video, Viral Auto, Viral Chhatrapati Shivaji Maharaj Mahal, Viral Auto Creativity, Trending Auto Design, Viral Auto Design, Modified Auto Video, Auto Made Mahal, Auto Design, Offbeat, Jugaad Video, mumbai news, maharashtra news,

অটোর মাথায় ছত্রপতি শিবাজীর প্রাসাদ, আর এমনই এক ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। ছত্রপতি শিবাজি মহারাজের প্রাসাদের মতো নিজের অটোকে সাজিয়ে সবাইকে চমকে দিয়েছেন এক ব্যক্তি। আর ব্যক্তির এই কাণ্ড এবার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে অটোর সামনের অংশে ঘোড়ায় চড়ে ছত্রপতি শিবাজীর একটি ছোট মিনিয়েচারও দেখা যাচ্ছে।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে দাবানলের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই সৃজনশীলতা মানুষজনকে মুগ্ধ করেছে। সকলেই এমন প্রতিভার প্রশংসাও করেছেন। শেয়ার করার পর থেকে, ভাইরাল ভিডিওটি এখন পর্যন্ত ৪৩ লক্ষের বেশি মানুষ দেখেছেন এবং সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। অটোর ছাদে এমন নিখুঁত শিল্পকর্ম দেখে নেটিজেনরা বেশ মুগ্ধ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Chhatrapati shivaji maharaj palace design on auto rikshaw creative viral video