মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে, যা নিয়ে সর্বত্রই শুরু হয়েছে চর্চা। ভাইরাল এই ভিডিওতে ডিমের ট্রেতে একটি জ্যান্ত মুরগি ছানাকে দেখা যাচ্ছে। এমন দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা। শপিং মলে রাখা ডিমের ট্রেতে জীবন্ত মুরগি ছানা দেখে সবাই অবাক।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ilhanatalay_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। যেখানে শপিংমলের ভিতরে রাখা ডিমের ট্রে তুলতে দেখা যায় এক ব্যক্তিকে। যেখানে একটি ডিম ফাটা এবং ডিম থেকে ছানা বের হতে দেখা যায়। যা দেখে ব্যবহারকারীদের একেবারেই অবাক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি লাইক করেছেন ২৯ হাজার ব্যবহারকারী এবং দেখেছেন ৩০ লাখেরও বেশি ব্যবহারকারী। ভিডিওতে ছানাটিকেও প্লাস্টিকের ট্রের ভেতরে নড়তে চড়তে দেখা যায়। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা নানান মজার প্রতিক্রিয়া জানিয়েছে।