তেরঙ্গার সম্মান বাঁচাতে প্রাণপাত একরত্তির, ভিডিও দেখে গর্ব হবে। স্কুলপড়ুয়ার মহানুভবতাকে স্যালুট জানিয়েছে নেটপাড়া। ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিডিওটি যারাই দেখেছেন তারা সকলেই শিশুটির প্রশংসায় পঞ্চমুখ।
Advertisment
৭৭তম স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তেরঙ্গা উত্তোলন করেছেন। প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শেষেই ভেসে ওঠে বেআব্রু ছবি। কিছু মানুষ পতাকার গুরুত্ব উপলব্ধি না করেই এটিকে যেখানে সেখানে ফেলে দেয়। এমন পরিস্থিতিতে তেরঙ্গার সম্মান বাঁচাতে প্রাণপাত করতে দেখা যাচ্ছে এক খুদে স্কুলপড়ুয়াকে। এমনই এক শিশুর ভিডিও ভাইরাল হচ্ছে, যাকে নর্দমা থেকে তেরঙ্গা তুলতে প্রাণপাত করতে দেখা গিয়েছে।
‘জিন্দেগি গুলজার হ্যায়’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওতে, একটি স্কুলের ইউনিফর্ম পরা একটি শিশুকে দেখা যায়। যে তিরঙ্গার গৌরব বাঁচাতে নোংরা জলে নামে। এই সময়, ড্রেনে পড়ে থাকা তেরঙ্গা তুলে নজির গড়ে ছোট্ট শিশুটি। আর এই কারণেই শিশুটি এখন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিওটি লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটিতে ৬০ হাজারের বেশি ভিউ হয়েছে। ভিডিওটিতে কমেন্ট করে সকলেই করে শিশুটির প্রশংসার পঞ্চমুখ। এক ইউজার লিখেছেন, 'এই শিশুটিকে স্যালুট।' অপরজন লিখেছেন, 'আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করছি, তেরঙ্গার সম্মান না করতে পারলে কিনবেন না।' যেখানে তৃতীয়জন লিখেছেন, 'পতাকাকে সম্মান করুন, এটাই আমাদের গর্ব।'