Viral: রামভক্তিতে নজির গড়ল সপ্তম শ্রেণীর ছাত্র, বিরল প্রতিভাকে ধন্য ধন্য করছে তামাম দেশবাসী

শিশুটি রুবিকস কিউব দিয়ে ভগবান রামের একটি সুন্দর ছবি তৈরি করেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিশুটি রুবিকস কিউব দিয়ে ভগবান রামের একটি সুন্দর ছবি তৈরি করেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Viral News, Rubik’s cubes, Lord Ram, Lord Rama Portrait

শিশুটি রুবিকস কিউব দিয়ে ভগবান রামের একটি সুন্দর ছবি তৈরি করেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রুবিক’স কিউব দিয়ে রামলালার মূর্তি তৈরি করে তাক লাগালো সপ্তম শ্রেণীর এক ছাত্র। তার এই শোরগোল ফেলা কাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

শিশুটি রুবিকস কিউব দিয়ে ভগবান রামের একটি সুন্দর ছবি তৈরি করেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সামনে এসেছে ভগবান রামকে কেন্দ্র করে নানান শিল্পীর তৈরি সেরা কারুকার্য। কেউ বিস্কুট থেকে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করছেন আবার কাউকে মেট্রোতে ভজন গাইতে দেখা যাচ্ছে। এবার এক শিশু তার ভক্তি দেখিয়েছে একেবারে অন্যভাবে, যা তাক লাগাতে বাধ্য।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি রুবিকস কিউবসকে একত্রিত করে ভগবান রামের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি তৈরি করেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।এই ভিডিওটি upsc_prep_official নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন হাজার হাজার মানুষ। ভিডিওটি দেখার পরে, লোকেরা মন্তব্য বিভাগে 'জয় শ্রী রাম' কমেন্ট করেছেন।

viral