New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-193.jpg)
ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি দুধের পাত্রে আরামে দাঁড়িয়ে আছে
শিশুটিকে দেখলে মনে হচ্ছে সে যাত্রাটি দারুণ ভাবে উপভোগ করছে।
ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি দুধের পাত্রে আরামে দাঁড়িয়ে আছে
দুধের ক্যান থেকে উঁকি দিচ্ছে একরত্তি, বিপজ্জনক বাইকভ্রমণের ভিডিও দেখে আঁতকে উঠলো নেটপাড়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি দুধের পাত্রে আরামে দাঁড়িয়ে আছে। শিশুটির মুখে কোনো চিন্তার ছাপ নেই। শিশুটিকে দেখলে মনে হচ্ছে সে যাত্রাটি দারুণ ভাবে উপভোগ করছে।
ভারত জুড়ে প্রতিভার অভাব নেই। অলি-গলিতে লুকিয়ে থাকে তাক লাগানো প্রতিভা। ছোট বাচ্চাদের বাইকে নিয়ে ভ্রমণ খুবই বিপজ্জনক। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বাবা তাঁর দুধের সন্তানকে নিয়ে বাইকে ভ্রমণ করছেন। জানলে অবাক হবেন যে বাবা সন্তানকে তার পিছনে বা বাইকে তার সামনে বসাননি। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কোথায় বসেছে বাচ্চাটি? ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় বাড়ি বাড়ি দুধ দিয়ে ফেরার পথে খালি দুধের ক্যানে শিশুটিকে দাঁড় করিয়ে রেখেছেন।
Jugadu Baap…. pic.twitter.com/bCe1Eurs32
— Riteish Deshmukh (@Riteishd) September 16, 2023
ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটি দুধের পাত্রে আরামে দাঁড়িয়ে আছে। তার মুখে কোন চিন্তার ছাপ নেই। তার দিকে তাকালে মনে হয় সে এই যাত্রা উপভোগ করছে। সাধারণত এমন পরিস্থিতিতে শিশুদের প্রায়ই কান্নাকাটি করতে দেখা যায়, তবে এই শিশুটি দুধের পাত্রে খুব শান্ত ও নীরবে দাঁড়িয়ে ছিল। পুরো যাত্রায় সে তার বাবাকে কোথাও কষ্ট দেয়নি। এই ভিডিওটি ইন্টারনেটে দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
এই ভিডিওটি 'এক্স'-এ শেয়ার করেছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। ভিডিওটি দেখার পর অনেক ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন ব্যবহারকারী বলেছেন, 'ভারতে যে কোন কিছু ঘটতে পারে।' অপর একজন ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 'বেশ বিপজ্জনক যাত্রা'।