নদীতেই ছক্কা হাকিয়ে সেরা ব্যাটিং, এমন ক্রিকেট ম্যাচ আগে দেখেননি

ভিডিওতে দেখা গেছে ক্রিকেট খেলার মাঠ না থাকলে শিশুদের প্রতিভা যেন কিছুতেই আটকে নেই।

ভিডিওতে দেখা গেছে ক্রিকেট খেলার মাঠ না থাকলে শিশুদের প্রতিভা যেন কিছুতেই আটকে নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
viral news, viral video, viral today, trending today video, trending video, trending today, cricket, cricket viral video, IPL, cricket match,,

ক্রিকেট খেলতে কি সব সময় মাঠের প্রয়োজন হয়? ভাবছেন এ আবার কেমন প্রশ্ন! আসলে সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে মনে হবে ক্রিকেটের জন্য মাঠের প্রয়োজন কীসের? ক্রিকেট আমাদের সকলের কাছেই একটা নেশা। তার মধ্য চলছে আইপিএল। ক্রিকেট জ্বরে কাবু সাত থেকে সাতাশি।

Advertisment

রাস্তা-ঘাট, থেকে স্টেডিয়ামে শিশুদের ক্রিকেট ভূত সবর্ত্র তাড়া করে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সম্প্রতি যে ভিডিওটি দেখতে চলেছেন তা আপনাকে অবাক করতে বাধ্য। নদীর উপর ক্রিকেট খেলছে শিশুদের দল। অদ্ভুত শোনাচ্ছে? কিন্তু এটা একেবারেই সত্যি। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে এক কথায় শিশুদের ক্রিকেট উন্মাদনা দেখে খানিক নস্ট্যালজিক হয়ে উঠেছেন নেটিজেনরা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুরা নদীর তীরে ক্রিকেট খেলছে। নদীর তীরে ব্যাট কর্তে দেখা যাচ্ছে ব্যাটসম্যানকে। একই সঙ্গে বোলার পুলের নিচ থেকে দাঁড়িয়ে বোলিং করছেন। নদীতে দুর্দান্ত ফিল্ডিং করছেন বাকি ফিল্ডাররা। ব্যাটসম্যন জলের ওপর দিয়ে বল মারার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা গেছে ক্রিকেট মাঠ না থাকলে শিশুদের প্রতিভা আটকে নেই। এই ভিডিওটি সত্যিই দেখার মতো।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি কয়েক লাখ মানুষ দেখেছেন। ভিডিও নিয়ে মানুষজনের নানান প্রতিক্রিয়াও সামনে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘অনুশীলন চলছে যে বৃষ্টি হলে আমরা খেলতে প্রস্তুত’। একজন ব্যবহারকারী লিখেছেন যে ‘আগামীকালের ম্যাচটি ড্রেনে রয়েছে’। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘নিজেদের অতীতেত দিনের কথা মনে পড়িয়ে দিল এই ভিডিও’। কিছু মজার কমেন্টে হেসে খুন নেটপাড়া।

viral