গরম চা আর আস্ত কাঁচালঙ্কা জোর ঝটকা দেবে আপনাকেও, হাত বাড়ালেই মিলবে ফিউশন টি!

আপাতত বাজার কাঁপাচ্ছে এই ফিউশন টি।

আপাতত বাজার কাঁপাচ্ছে এই ফিউশন টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Chilli tea, কলকাতা, লঙ্কা চা, ভাইরাল, ট্রেন্ডিং

এমন চা যা খেলে নিমেষেই কেটে যাবে মদের নেশা। চোখ দিয়ে গড়িয়ে পড়বে জল, কিন্তু ঝাল লাগবে না। নাকের জলে চোখের জলে করতে হাজির এবার লঙ্কা চা। চা হাতে নিয়েই লেজেগোবরে অবস্থা নেটিজেনদের। সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে এই লঙ্কা চায়ের ভিডিও।

Advertisment

সকাল হোক অথবা দুপুর, হোক না বৃষ্টি ভেজা কোন এক বিকেল গরম চায়ে চুমুক দিতে বাঙালির কোন বিশেষ দিনক্ষণের প্রয়োজন পড়ে না। অফিসের আড্ডা হোক অথবা বন্ধুদের পার্টি চা’টা চাই। আর এমনই এক সেরা চায়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে লেক মলের ঠিক পাশেই এক চায়ের স্টল। দোকানের নাম পঞ্চবটি।

Advertisment

৩০ টাকা শুরু করে ৩০০ টাকা পর্যন্ত চা মিলবে এই দোকানে। মোট ২৭ রমকের চায়ের মেনু অবাক করবে আপনাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কাঁচের গ্লাসের মধ্যে রাখা হল আস্ত এক কাঁচালঙ্কা। আর তাতে ঢেলে দেওয়া হল মশলা চায়ের ফ্লেভার। হাতে ধরে থাকলেই কপালে ঘাম ঝরতে বাধ্য। গরম চা আর আস্ত কাঁচালঙ্কা একেবারে ঝটকে দেবে আপনাকে। এলাকায় ‘হিট’ লঙ্কা চা। আপাতত বাজার কাঁপাচ্ছে এই ফিউশন টি।

Viral Video