New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_98358b.jpg)
শিম্পাঞ্জিকে একটি রিমোটের সাহায্যে একটি ড্রোন ওড়াতে দেখা যাচ্ছে।
শিম্পাঞ্জিকে একটি রিমোটের সাহায্যে একটি ড্রোন ওড়াতে দেখা যাচ্ছে।
শিম্পাঞ্জিকে একটি রিমোটের সাহায্যে একটি ড্রোন ওড়াতে দেখা যাচ্ছে।
এক ঝলকে মনে পড়বে 'প্ল্যানেট অফ দ্য অ্যাপস'-এর দৃশ্য!সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের মত ভাইরাল হচ্ছে। ভিডিওতে শিম্পাঞ্জিকে মানুষের মতোই হুবহু রিমোট হাতে ড্রোন ওড়াতে দেখা যাচ্ছে। সিনেমার পর্দা ছাড়া বাস্তব জীবনে এমন বুদ্ধিমান শিম্পাঞ্জিকে দেখে একেবারে হতবম্ভ নেটপাড়া।
কিছু প্রাণীর বুদ্ধিমত্তা প্রায়ই অবাক করে আমাদের। এর মধ্যে শিম্পাঞ্জির অন্যতম। অনেক সময় শিম্পাঞ্জির কিছু মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। এমনই এক শিম্পাঞ্জির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখার পর চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে।
ভিডিওতে, শিম্পাঞ্জিকে একটি রিমোটের সাহায্যে একটি ড্রোন উড়তে দেখা যাচ্ছে। যখন তার সঙ্গী পাশে বসে খুব মনোযোগ সহকারে ড্রোন ওড়ানো দেখছে। অবাক করা ভিডিওটি @TheFigen_ নামের আইডি থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত তিন লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে, যেখানে ৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন।
Planet of the Chimps, introducing!pic.twitter.com/xqynYtmwsT
— Figen (@TheFigen_) March 2, 2024