ককপিটে 'সুখের ঘুম' ভাইরাল

ভিডিও দেখে অনেকেই বলছেন বিমানচালক যে ক্লান্ত, তা ভিডিও থেকে স্পষ্ট, কিন্তু তাই বলে যাত্রীদের জীবন বাজি রাখাকে মেনে নিতে পারেননি কেউই।

ভিডিও দেখে অনেকেই বলছেন বিমানচালক যে ক্লান্ত, তা ভিডিও থেকে স্পষ্ট, কিন্তু তাই বলে যাত্রীদের জীবন বাজি রাখাকে মেনে নিতে পারেননি কেউই।

author-image
IE Bangla Web Desk
New Update
chinese pilot

ছোটবেলায় ঘুম থেকে উঠতে দেরি হলেই মা কাকিমাদের একটাই কথা ছিল - যারা শুয়ে থাকে, তাদের ভাগ্যও শুয়ে থাকে। কিন্তু এ ভিডিও দেখলে বুঝবেন শৈশবে শোনা প্রবাদ একেবারে পচে গেছে। যিনি শুয়ে আছেন, তিনি নিজেই শুধু যে উড়ে চলেছেন, তা নয়, উড়িয়ে নিয়ে যাচ্ছেন একটা আস্ত বিমান।

Advertisment

তাইবানের ওপর দিয়ে যাচ্ছিল চিনা বিমান সংস্থার ৭৪৭ নম্বর বিমান। এমন সময় বিমানের ককপিটেই ঘুমিয়ে পড়লেন বিমানচালক। আকাশে পাইলটের সুখনিদ্রার ভিডিও নেটিজেনের চোখে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।

সংশ্লিষ্ট বিমান সংস্থা অবশ্য জানিয়েছে বিমান নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে ওই বিমান চালককে। কিন্তু সাধারণ মানুষের মনে একটু অন্যরকমের প্রশ্ন জেগেছে। প্রথমত, পরিস্থিতি যদি প্রতিকূল হত, তাহলে কী ঘটতে পারত, দ্বিতীয়ত, এমনটা কী আকছার ঘটে?

ইবিসি নিউজ নামের সংবাদসংস্থা প্রথম পাইলটের ঘুমিয়ে পড়ার ভিডিও ফুটেজটি দেখান। ওই বিমানচালক নাকি ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চিফ অফিসার।

Advertisment

আরও পড়ুন, শতায়ু হলে তবেই মিলবে ধূমপানের ছাড়পত্র

সংবাদসংস্থা ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে পাইলটের ভিডিও ফুটেজটি সহ বিমানচালকের তোলা। সহ পাইলটকে ঘুম থেকে না জাগিয়ে ছবি তোলার জন্য শাস্তি হয়েছে তাঁরও।

প্রসঙ্গত, ভিডিও ভাইরাল হল, এমনই এক সময়ে, যখন সবে দীর্ঘ কাজের সময় এবং ক্লান্তির ইস্যুতে সাতদিনের হরতাল শেষে কাজে যোগ দিয়েছেন চিনা বিমানচালকেরা। ভিডিও দেখে অনেকেই বলছেন বিমানচালক যে ক্লান্ত, তা ভিডিও থেকে স্পষ্ট, কিন্তু তাই বলে যাত্রীদের জীবন বাজি রাখাকে মেনে নিতে পারেননি কেউই।

Read the full story in English