Advertisment

খাবার ডেলিভারি বয়ের জন্মদিন পালন, অজান্তে নিজেই নিয়ে এলেন সেই কেক, ভাইরাল ভিডিও

ডেলিভারি বয় ওই কেকটি দোকান থেকে যখন নেন, তখন তাকে বলা হয় এটি তার জন্য সে কোনো ভাবে বিশ্বাস করতে পারছিলেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অর্ডার আসা মাত্রই খাবার নিয়ে ছুটে যায় ডেলিভারি বয়। ওলি গলি দিয়ে ছুটে চলে তাদের বাইক। সময়ে পৌঁছে দিতে হবে খাবার। খিদেতে পেট চন চন করলেও, ধোঁয়া ওঠা পিত্্জায় তাকানো বারণ। বৃষ্টি রোদ কোনো কিছুই তাদের জন্য অজুহাত হিসেবে ধরা হয়না।  লকডাউনের কারণে তাদের রোজগারে টান পরেছে। সম্প্রতি একটি ঘটনা নজর করেছে সোশাল মিডিয়ার। এক ডেলিভারি বয়ের জন্মদিন পালন করলেন কয়েকজন গ্রাহক। তারা ওই ডেলিভারি বয়ের জন্যই ওডার করেছিল জন্মদিনের কেক। সেই ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া।

Advertisment

নিজের জন্মদিন ভুলে গিয়েছিলেন ডেলিভারি বয়। এরপর কয়েকজন গ্রাহকের নজরে আসে ওই ডেলিভারি বয়ের জন্মদিন। তারাই ঠিক করেন ওই ডেলিভারি বয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখবেন। একটা কেকের ওর্ডার দেন। যখন ডেলিভারি বয় ওই কেকটি দোকান থেকে যখন নেন, তখন তাকে বলা হয় এটি তার জন্য সে কোনো ভাবে বিশ্বাস করতে পারছিলেন না। পরে বাইরে বেরিয়ে এসে কেঁদে ফেলেন ওই ব্যক্তি।

Read the full story English

viral viral news corona Lockdown
Advertisment