New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-216.jpg)
চিকিৎসকদের প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
পৃথিবীতে চিকিৎসকদের ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। শেষ মুহূর্তে রোগীকে প্রাণে বাঁচাতে প্রাণপাত করেন চিকিৎসকরা। সম্প্রতি চিকিৎসকরা এমন কিছু করেছেন যা অবাক করেছেন তামামা বিশ্বের মানুষকে। অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে নেটিজেনদের চোখ কপালে। চিনে তেমনই কিছু ঘটেছে, যেখানে চিকিৎসকদের একটি দল রোগীর কাটা হাত পায়ের সঙ্গে লাগিয়ে হাতটিকে এক মাস বাঁচিয়ে রেখেছিলেন। সম্প্রতি, মরবিড নলেজ নামে একটি টুইটার পোস্টের মাধ্যমে, চিকিৎসকদের এই 'বিস্ময়কর প্রচেষ্টার' কথা জানতে পেরে অবাক সকলে।
এই টুইটে বলা হয়েছে, চিনা চিকিৎসকরা কীভাবে রোগীর কাটা হাত রোগীর পায়ের সঙ্গে লাগিয়ে রেখেছিলেন তা বাঁচিয়ে রাখতে। জানা গিয়েছে চিনের এক কারখানায় কাজ করার সময় শ্রমিকের বাঁ হাত মেশিনে কেটে যায়। এরপর চিকিৎসকরা রোগীর পায়ের সঙ্গে এই কাটা হাতটি সেলাই করে দেন, যাতে হাতটি পায়ের ধমনী থেকে রক্ত সরবরাহ পায় এবং হাতটি অক্ষত থাকে। পায়ে লাগানো এই হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এবং সত্যিই এমনটা হতে পারে তা দেখে অবাক মানুষজন।
যখন পায়ের সঙ্গে হাতটিকে সেলাই করা হয়, তখন হাতটিতে রক্তের সরবরাহ সচল থাকে কিন্তু এর সঙ্গে কোনও স্নায়ু সংযুক্ত ছিল না, তাই এটি অসাড় থেকে যায়। পায়ের কথা বললে, পায়ের অবস্থা স্বাভাবিক থাকলেও তিনি ভারি ভাব অনুভব করতেন। মাসখানেক পর শারীরিক অবস্থা কিছু স্থিতিশীল হলে চিকিৎসকরা আবার অস্ত্রোপচার করেন। রোগীর হাত আবার বাঁ কাঁধের সঙ্গে জুড়ে দেন এবং এই অস্ত্রোপচার সফল হওয়ার পর চিকিৎসকদের প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। চিকিৎসকরা বলছেন, এক মাস ধরে পায়ের সঙ্গে লেগে থাকার কারণে হাতের নার্ভের কিছুটা ক্ষতি হয়ে গিয়েছিল, তাই রোগীর হাত পুরোপুরি সক্রিয় হতে অন্তত ছয় মাস সময় লাগবে।