/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/cockroach-food-759-1.jpg)
সারা বিশ্ব জুড়েই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। দক্ষিণ চিনের শানতউ শহরের এক পাল উঠতি বয়সের পড়ুয়ার দল শখ করে সেরকমই এক অ্যাপে অর্ডার দিয়েছিল হাঁসের এক পদ। পেয়েও গেল দিব্যি। কিন্তু হাঁসের সঙ্গে আর অনেক কিছু। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে আপনার জিভে নয়, চোখে আসবে জল।
আরও পড়ুন, ককপিটে ‘সুখের ঘুম’ ভাইরাল
স্থানীয় এক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী পড়ুয়াদের একজন একটা মরা আরশোলা পেয়ে খাবার থেকে তুলে ফেলে দিয়েছিলেন। পাছে আরও কিছু থেকে যায় খাবারে, তাই আরও কাছ থেকে নিশ্চিত হবার জন্যই ভাল করে দেখেন পড়ুয়ারা। এরপরই চোখে পড়ল ভয়াবহ ব্যাপারটি। একটি নয়, খান চল্লিশেক মরা আরশোলা রয়েছে অর্ডার দেওয়া খাবারে।
হাঁসের জিভে জল আনা পদ ঠিকই। কিন্তু তা নিয়ে তখন হাঁসফাঁস অবস্থা পড়ুয়াদের। ওই অবস্থাতেই ভিডিও তুলে রাখলেন তাঁরা। চপস্টিক দিয়ে আলাদা আলাদা করে বের করে আনা হচ্ছে গুচ্ছের মরা আরশোলা। সব আরশলা বের করে জমিয়ে রাখা হল টিসু পেপারে।
রেস্তোরাঁয় অভিযোগ জানিয়েছে পড়ুয়ার দল। অভিযোগ জানানো হয়েছে পুলিশেও। এশিয়া ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
সংবাদসংস্থা মিরর সূত্রে জানা গিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য ১৫ দিন কোনও ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।