/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature-6.jpg)
বেশ কয়েকটি গবেষণায় শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে বেশ উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া গেছে। বর্তমানে এমন আরেকটি প্রমাণ পাওয়া গেছে যা দেখে অবাক হয়ে গেছে নেটপাড়া।
চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লেহে লেদু থিম পার্কে বসবাসকারী যুহুই নামের ১৮ বছর বয়সী শিম্পাঞ্জিকে সাবান এবং একটি ব্রাশ দিয়ে তার রক্ষকের টি-শার্ট ধুয়ে দিচ্ছে। প্রায় ৩০ মিনিট ধরে ওই জামা কাঁচে সে। অস্বাভাবিক ভিডিওটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সম্প্রতি ভাইরাল।
স্থানীয় প্রতিবেদন অনুসারে, ইউহুই লন্ড্রির কাজ করতে পারবে কিনা সেটি দেখার জন্য তাকে লন্ড্রিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাতে ধরে কোনো কাজ সেভাবে সেখানো হয়না। এরপর একটি টি-শার্ট, সাবান এবং একটি ব্রাশ রাখার সিদ্ধান্ত নেন শিম্পাঞ্জি পর্যবেক্ষণের দল। দেখা যায়, সময় নিলেও বেশ নিঁখুত ভাবে কাজটি শেষ করে ইউহুই।
চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে যে, শিম্পাজিকে কখনও হাতে ধরে জামা কাপড় ধোয়া শেখানো হয়নি।
Read the full story in English