New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/Screenshot_2020-08-02-11-29-45-808_com.mi_.globalbrowser_copy_759x422.jpg)
ভিডিওতে দেখা যাচ্ছে লভকেশ কুমার একটি খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে। আর তাঁর প্যান্ট থেকে বের করে আনা হচ্ছে সেই সাপটিকে।
বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়েই হঠাৎ করে প্যান্টের মধ্যে ঢুকে গেল সাপ। ঘুম থেকে উঠে দেয় ব্যক্তি দেখলেন প্যান্টের মধ্যেই জড়িয়ে রয়েছে সাপ।
এমনই হাড় কাঁপিয়ে দেওয়া কান্ড ঘটল উত্তরপ্রদেশে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে লভকেশ কুমার একটি খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে। আর তাঁর প্যান্ট থেকে বের করে আনা হচ্ছে সেই সাপটিকে।
আরও পড়ুন
গম খেতের মাঝে রাতারাতি ভুতুড়ে বৃত্ত, রহস্যময় জ্যামিতি নিয়ে তুঙ্গে চর্চা
cobra snake enters young man jeans pant while sleeping man stand for 7 hours holding a pillar at mirzapur up @susantananda3 pic.twitter.com/6t1KsIHeTO
— Koushik Dutta (@MeMyselfkoushik) July 29, 2020
He will never forgot this incident
May be the ???? went to fight
— Prabhuraj (@Prabhur42639254) July 31, 2020
Even cobra wont forget this incident????
— Akhil Bhaskar (@AkhilB97) August 1, 2020
Obviously, kobra is mostly found in India ????
— AnkIT (@ankityadav928) August 1, 2020
7hrs????????but how did that cobra enter? Its jeans
— Shubhayu Banerjee (@ShubhayuBanerj2) August 1, 2020
It's like a joke but actually there is no snake.
— samsamp (@Sam_Basheir) August 1, 2020
I think cobra come for dinner because cobra eat snakes ;)
— STAR (@Samarth82896987) August 2, 2020
I dont understand.... where is the snake....what a cameraman.... ???
— Rumi Barman (@RumiDasBarman) August 1, 2020
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় সিকান্দারপুর গ্রামে এই ঘটনা ঘটে। সেই গ্রামেই বিদ্যুতের তার এবং খুঁটি পোতার কাজ করছিলেন শ্রমিকরা।
যখন লভকেশ কুমার বুঝতে পারেন তার প্যান্টের মধ্যে ঢুকে গিয়েছে বিষধর সাপ। তখন কোনো রকম নড়াচড়া না করে একই জায়গায় দাঁড়িয়ে থাকেন প্রায় সাত ঘন্টা।
প্যান্টে সাপ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের প্রশাসনিক কর্তা থেকে পুলিশ, সর্পবিদ সবাই হাজির হয়ে যান। এরপর প্যান্ট কেটে সাপ ধরার যন্ত্র দিয়ে সর্পবিদ সাপটিকে বের করে আনতে সমর্থ হন। পরে দেখা যায়, অন্য কোনো সাপ নয়, গোখরোর মত প্রাণঘাতী সাপ ঢুকে বসেছিল সেই লোকের প্যান্টের মধ্যে।
আতঙ্কগ্রস্ত না হয়ে যেভাবে সেই ব্যক্তি মাথা ঠান্ডা রেখে ঠাঁয় একজায়গায় দাঁড়িয়ে ছিলেন, তা দেখেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কুর্নিশ করছেন তাঁকে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Read the full article in ENGLISH