সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। নানান আজব ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষজন একেবারে চমকে ওঠেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক জুতো যা দেখে আপনি অবাক হতে বাধ্য।
বাজারে অনেক রকমের জুতো পাওয়া যায়। হাজার থেকে লাখ টাকার জুতো বাজারে উপলব্ধ। তবে সোশ্যাল মিডিয়ায় যে জুতো জোড়া ভাইরাল হয়েছে তা এর আগে কেউ কখনই দেখেছেন বলে মনে হয় না।
বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন – ‘সাপের ফণা’র অনবদ্য জুতো। এর পরে মুহূর্তেই এমন আবাক করা জুতো দেখতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে ভিড়। খবর লেখা পর্যন্ত কয়েক শো মন্তব্য, সাড়ে চার লাখের বেশি ভিউ এবং দুই হাজারের কাছাকাছি লাইক পড়েছে ভিডিওতে।
অনেক ব্যবহারকারী এই জুতো জোড়ার নানান নামও দিয়েছেন। কেউ বলছেন ‘নাগ চরণ’, ‘নাগ রাজ জুতো’, আবার কেউ কেউ জুতো জোড়ার ইংরাজি নামও দিয়েছেন – স্নেকসিন্স, স্নাইক। যাইহোক, এই জুতাগুলি দেখে আপনার কী মনে আসছে? কমেন্ট সেকশনে জানান।