New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_f0e388.jpg)
ড্রোনের মাধ্যমেই কফি সার্ভ, অনন্য পরিবেশন শৈলীতে সেরা চমক কলকাতার ক্যাফের
ড্রোন থেকে কফি পরিবেশনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও চমকে দিয়েছে লাখ লাখ মানুষকে।
ড্রোনের মাধ্যমেই কফি সার্ভ, অনন্য পরিবেশন শৈলীতে সেরা চমক কলকাতার ক্যাফের
অর্ডার করার মাত্র কয়েক মিনিটেই আপনার কাছে পৌঁছে যাবে কফি, তাও আবার ড্রোনের মাধ্যমে। কী অবাক লাগলো? এমনই এক অভিনব পরিবেশনের নজরকাড়া কৌশল নিয়ে হাজির কলকাতার এক রেস্তোরাঁ। ড্রোন থেকে কফি পরিবেশনের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও চমকে দিয়েছে লাখ লাখ মানুষকে।
সল্টলেকের কলকাতা ৬৪ আপনাকে দিচ্ছে ড্রোনের মাধ্যমে কফি পরিবেশনের এক আকর্ষণীয় অভিজ্ঞতা। অর্ডার করুন আপনার পছন্দের কফি! কয়েক মিনিটের মধ্যেই সেই কফি উড়ে আসবে আপনার কাছে ড্রোনের মাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে ড্রোনকে ফটোগ্রাফির উদ্দেশ্যে ব্যবহার না করে কফি পরিবেশন করতে দেখা যাচ্ছে। যা দেখে রীতিমত তাজ্জব নেটপাড়ার মানুষজন।
কলকাতাতেই রয়েছে এই অভিনব ক্যাফে। যেখান থেকে কফি অর্ডার করলে ড্রোনের মাধ্যমে গ্রাহককে কফি পরিবেশন করে ওই ক্যাফে। বিশেষত্বের কারণেই এই রেস্টুরেন্টটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।
ভাইরাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ড্রোনের উপর কফির কাপ রাখা হয়েছে। ড্রোনটি কিছু দূরে বসে থাকা ব্যক্তির দিকে উড়ে যায়। ব্যক্তি ড্রোন থেকে কফির কাপটি তুলে নেন এবং তারপরে ড্রোনটি ফিরে আসে। ড্রোন থেকে কফি পরিবেশনের এই পরিষেবা শুধুমাত্র রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ। এই পরিষেবাটি হোম ডেলিভারির জন্য নয়। আপনি যদি ক্যাফেতে উপস্থিত থাকেন তবেই আপনি এই পরিষেবাটি পেতে পারেন৷
এই ভিডিওটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামে 22,000 বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটি দেখে মানুষ প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এই জায়গাটি সবসময় আমার জন্য বিশেষ ।" অপর এক ইউজার লিখেছেন, "আর একবার যাওয়া যাক?" তৃতীয় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'দারুণ ব্যাপার'।