হাত দিয়ে আটা মাখলে থাকছে সংক্রমণের ভয়, কিনে ফেলুন আটা মেকার! সমালোচনার শিকার কোম্পানি

অটোমেশিনকে এবার আপানার স্বাস্থ্যের যত্ন নিতে দিন! স্বাস্থ্য এবং বিশুদ্ধতার বিষয়ে আপস করবেন না।

অটোমেশিনকে এবার আপানার স্বাস্থ্যের যত্ন নিতে দিন! স্বাস্থ্য এবং বিশুদ্ধতার বিষয়ে আপস করবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আটা মাখা ডিভাইসের জন্য নতুন বিজ্ঞাপন দিয়েছে কেন্ট আরও। এরপরই সমালোচনার মুখে পরে কোম্পানি। বিজ্ঞাপে বলা হয়েছে হাত দিয়ে আটা মাখলে সংক্রমণ ঘটতে পারে। তাই হেঁশেলে কাজে সাহায্য করতে কোম্পানি নিয়ে এসেছে আটা মেকার। এরপর সোশাল মিডিয়ায় জোর চর্চার বিষয় হয়ে ওঠে বিজ্ঞাপন। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই বিজ্ঞাপনটি সরানো হয় এবং ক্ষমা চেয়েছে।

Advertisment

বিজ্ঞাপনটিতে লেখা ছিল: “আপনি কি নিজের গৃহপরিচারিকে হাত দিয়ে আটা ময়দা মাখতে দিচ্ছেন? এবা থেকে হাতের ব্যবহার ছাড়াই আটা মাখুন। কিনে নিন কেন্ট আটা এবং ব্রেড মেকার। অটোমেশিনকে এবার আপানার স্বাস্থ্যের যত্ন নিতে দিন! স্বাস্থ্য এবং বিশুদ্ধতার বিষয়ে আপস করবেন না। ”

Advertisment

Read the full story in English

corona COVID-19 corona virus