New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-81.jpg)
এমন সাউণ্ড সিস্টেম চমকে দিয়েছে সকলকেই
সোশ্যাল মিডিয়ায় কখন কোন ভিডিও ভাইরাল হবে তা আগে থেকে বলা যেমন কঠিন তেমনই কখন কোন মানুষের প্রতিভা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলবে তাও বলা মুশকিল। ভাইরাল এই ভিডিওতে যুবকের প্রতিভা দেখে সকলেই স্তম্ভিত ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যুবকের সাইকেল সোশ্যাল মিডিয়ায় সকলকে চমকে দিতে বাধ্য। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাইকেলের কেরিয়ারে লাগানো রয়েছে বেশ কয়েকটি স্পিকার। সেই সঙ্গে ব্যাটারি সব কিছুই সেট করা হয়েছে সাইকেলে। এমন সাউণ্ড সিস্টেম সাইকেলে সেট করা দেখে একেবারে তাজ্জব সকলেই।
ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'শখ এক বড় জিনিস'। একজন ব্যবহারকারী লিখেছেন 'চমৎকার সৃষ্টি'। অপর এক ব্যবহারকারী লিখেছেন, 'এই প্রতিভা যেন ভারতের বাইরে না যায়'।