এক হাতে 'পুশ আপ'! রাহুলের ফিটনেস দেখে মুগ্ধ নেটদুনিয়া

পড়ুয়াদের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে নিলেন রাহুল গান্ধী।

পড়ুয়াদের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে নিলেন রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বয়সে অনেক নবীন পড়ুয়াকে হারালেন কংগ্রেস সাংসদ।

কখনও মাঝ সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, কখনও আবার মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরছেন। এবার তো পড়ুয়াদের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ নিয়ে নিলেন রাহুল গান্ধী। গত কয়েকদিন ধরে জনসংযোগের নানা পন্থা নিয়ে খবরের শিরোনামে কংগ্রেস সাংসদ। 'ফিটনেস ফ্রিক' রাহুলের কয়েক দিন আগে সিক্স প্যাক অ্যাবসের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সোমবার তামিলনাড়ুর একটি স্কুলে গিয়ে ফের কসরত দেখালেন রাহুল। এবার বয়সে অনেক নবীন এক পড়ুয়াকে পুশ আপ চ্যালেঞ্জে হারালেন। এক হাতেও পুশ আপ করলেন।

Advertisment

তামিলনাড়ুর মুনাগুমুড়ুর সেন্ট জোসেফ স্কুলে একটি অনুষ্ঠানে অংশ রাহুল। সেখানে দেখা যায়, পড়ুয়াদের জাপানি মার্শাল আর্ট আইকিডো সম্পর্কে বোঝাচ্ছেন তিনি। তারপরেই এক পড়ুয়া রাহুলকে পুশ আপ করতে বলে তার সঙ্গে। রাজি হয়ে যান রাহুল। কয়েক সেকেন্ডের ব্য়বধানে রাহুল ১৫টি পুশ আপ করেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করেন তিনি। এরপর পড়ুয়াকে চ্যালেঞ্জ দিয়ে এক হাতেও পুশ আপ করেন রাহুল। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

তার আগে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মশগুল হন রাহুল। অনেকের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। এক জায়গায় পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে নাচতেও দেখা যায় রাহুলকে। কয়েকদিন ধরেই রাহুলের অ্যাবস সোশ্যাল মিডিয়ায় চর্চার বস্তু হয়ে উঠেছে। অনেকেই রাহুলের ফিটনেস দেখে অবাক হয়ে যাচ্ছেন। অবশ্য বিজেপি এটাকে প্রচার পাওয়ার পপন্থা হিসাবেই দেখছে। তারা কটাক্ষ করেছে, রাহুল ছুটি কাটাতে গিয়েছেন দক্ষিণ ভারতে।

Viral Video rahul gandhi