New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_f93c9c.jpg)
রাস্তা দিয়ে ছুটে আসছে আস্ত একটা কুলার। তিন চাকার কুলারকে এভাবে রাস্তায় ছুটে আসতে দেখে তাজ্জব মানুষজন।
রাস্তা দিয়ে ছুটে আসছে আস্ত একটা কুলার। তিন চাকার কুলারকে এভাবে রাস্তায় ছুটে আসতে দেখে তাজ্জব মানুষজন।
রাস্তা দিয়ে ছুটে আসছে আস্ত একটা কুলার। তিন চাকার কুলারকে এভাবে রাস্তায় ছুটে আসতে দেখে তাজ্জব মানুষজন।
রাস্তা দিয়ে ছুটে আসছে আস্ত একটা কুলার। তিন চাকার কুলারকে এভাবে রাস্তায় ছুটে আসতে দেখে তাজ্জব মানুষজন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা লাখ লাখ মানুষকে অবাক করেছে।
আমাদের দেশে প্রতিদিন মানুষের হাতের তৈরি নানান কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও দেখি যা আমাদের অবাক করতে বাধ্য। বিশেষ করে যেহেতু গ্রীষ্মকাল, গরম থেকে মানুষ স্বস্তি পেতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে।
রাস্তায় গরম থেকে বাঁচতে এক মোবাইল কুলারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। আমরা গ্যারান্টি দিতে পারি যে এই সৃষ্টি দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের @imran_soyla হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। পোস্টে আপনি দেখতে পাবেন যে তিন চাকায় লাগানো এই শীতল যানটি রাস্তায় ছুটে চলেছে।
এই ভিডিওটি এখন পর্যন্ত 5 লাখের বেশি মানুষ লাইক করেছেন। এটি 56 হাজারের বেশি ভিউ পেয়েছে। এই ভিডিওটি ডিসেম্বরে শেয়ার করা হলেও এখন এটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এ নিয়ে অনেকে মন্তব্যও করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন- ভারত এমনিই চাঁদে পৌঁছায়নি, আরেকজন লিখেছেন- নিরাপদে হাঁটাও একটা শিল্প। তৃতীয় ব্যক্তি লিখেছেন- কেউ এটাকে কুলার ভেবে ভুল করে নিয়ে যাবে। চতুর্থ লিখেছেন- এটিকে জাতীয় কুলার ঘোষণা করুন।