প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাস্তা। জল জমে থাকায় থমকে যায় যান চলাচল। হাতে করে নর্দমার মুখ পরিষ্কার করতে দেখা যায় ২ পুলিশকর্মীকে। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়।
৫ সেপ্টেম্বর হায়দরাবাদ ট্রাফিক পুলিশ একটি ভিডিও শেয়ার করেছে, এই ভিডিও অনেকের মন জয় করেছে। ভিডিওটিতে মিসেস ডি ধনা লক্ষ্মীকে দেখা যাচ্ছে নিজের হাতে নর্দমা পরিষ্কার করতে। তিনি হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের এক কর্মী। ট্রাফিক সামলানোর দায়িত্বের ঊর্ধ্বে গিয়ে তিনি এমন কাজ করেছেন যা সকলের মন জয় করেছে। ভিডিওতে, ওই ট্রাফিক কর্মীকে হায়দরাবাদের দক্ষিণ পশ্চিম এলাকায় টলিচৌকি ফ্লাইওভারের কাছে একটি নর্মদার মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করতে তার হাত ব্যবহার করতে দেখা যায়।
নর্দমার মুখ হাত দিয়ে পরিষ্কার করার ফলে রাস্তার জমে থাকা জল দ্রুত নেমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ লক্ষ্মীর কাজের প্রশংসা করে একটি ক্যাপশন সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই ভিডিওটি শেয়ার করেছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে, ভিডিওটি ২ লাখেরও বেশি মানুষ দেখেছেন। তিন হাজারেরও বেশি লাইক এবং অজস্র মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও। একজন ব্যবহারকারী লিখেছেন, "সত্যিই দুর্দান্ত পরিষেবা”। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, "খুব ভাল কিন্তু আপনি যদি জিএইচএমসিকে এই কাজটি করতে বাধ্য করেন তবে আরও ভাল হবে”।