Advertisment

সাপকে বাঁচাতে প্রাণপাত, জীবনের ঝুঁকি নিয়েও সিপিআর… ভাইরাল ভিডিওতেও মন জয়!

সাপকে সিপিআর দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়....

author-image
IE Bangla Web Desk
New Update
Cop,CPR,Snake,Viral,Video,

সাপকে বাঁচাতে প্রাণপাত, জীবনের ঝুঁকি নিয়েও সিপিআর... ভাইরাল ভিডিওতেও মন জয়!

সোশ্যাল মিডিয়া মানেই চমকে ছড়াছড়ি। নানান অদ্ভুত ভিডিও মাঝে মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের এক ভাইরাল ভিডিও মানুষের নজর কেড়েছে। স্থানীয় এক কনস্টেবলের একটি সাপকে সিপিআর দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

ভিডিওতে, কনস্টেবল অতুল শর্মাকে দেখা যাচ্ছে সাপকে সিপিআর দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। সাপটি কীটনাশক খেয়েছিল বলেই জানা গিয়েছে। সাপটি অজ্ঞান হয়ে গেলে পুলিশকরমী সেটিকে উদ্ধার করেন। সিপিআর দিয়ে সাপটির প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায় যে কনস্টেবল অতুল শর্মা সাপটিকে সাবধানে পরীক্ষা করে দেখেন সাপটি বেঁচে আছে কিনা। তারপর সেটিকে সিপিআর দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। তিনি সাপের গায়ে জলও ঢেলে দেন, কনস্টেবল অতুল শর্মার প্রাণপণ চেষ্টার পর সাপটিকে লেজ এবং মাথা নাড়তে দেখা যায়। যা সেখানে উপস্থিত জনতাকে খুশি হয়ে অতুলকে সাহসিকতার জন্য তাকে অভিনন্দনও জানায়।

কনস্টেবল অতুল শর্মার এমন সাহসিকতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তার এই কাজের প্রশংসা করেছেন। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞ তার পদ্ধতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে সিপিআর সাপের শ্বাস-প্রশ্বাসের এই পদ্ধতি কার্যকর নয়।

Viral Video
Advertisment